মালদহ: জগন্নাথপুর হাইমাদ্রাসার নতুন দ্বার উদ্ঘাটনে বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁকে ঘিরে উচ্ছ্বাস সেখানকার সংখ্যালঘুদের মধ্যে। ভালুকা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত এই হাইমাদ্রাসা। সাংসদ খগেন মুর্মুর সাংসদ তহবিল থেকে এই গেটের কাজ হয়েছে। সাংসদ এসেছিলেন সেই দ্বারোঘাটনে। এলাকার লোকজনের বক্তব্য, বিভিন্ন কাজেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই সাংসদ। এলাকার বাসিন্দাদের একাংশের বক্তব্য, উদার হস্তেই তাঁরা ভোট দেবেন খগেন মুর্মুকে।
স্থানীয় বাসিন্দা মহম্মদ ইলিয়াস বলেন, “দীর্ঘদিনের পরিচিত মুখ উনি। এক সময় বামফ্রন্টের ছিলেন। এখন বিজেপি করেন। উনি সব কাজই করেছেন। উনি প্রচুর মুসলিম ভোট পাবেন। এখানে রাস্তা করেছেন। স্কুলের উন্নয়ন করলেন। ওনার কাছে জাতি ভেদাভেদ নেই। কমিউনিস্ট মনোভাবাপন্ন মানুষ উনি।”
খগেন মুর্মুর কথায়, “আমরা সবসময় সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাসী। কোনও ভেদাভেদের জায়গাই নেই এখানে।” যদিও খগেন মুর্মুর বিপরীতে যিনি মালদহ উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন, সেই প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “টাকা তো সাংসদের নয়। মানুষের হকের টাকা। সাংসদের মাধ্যমে খরচ করানো হয়। সব মানুষেরই সাংসদের টাকায় উপকৃত হওয়ার অধিকার আছে।” তাঁর কথায়, কাজ তো সারা বছর করতে পারেন। ভোট এলে উদ্বোধনের ঘটা কেন?