Malda: মালদায় তৃণমূল নেতার বাড়ির পাশেই বোমাবাজির অভিযোগ, নিশানায় কংগ্রেস

Subhotosh Bhattacharya | Edited By: Soumya Saha

Mar 12, 2024 | 7:27 PM

Malda: এলাকাবাসীদের অভিযোগ, বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে এবং ছুটে ঘর থেকে বেরোতেই ব্যাপক ধোঁয়া দেখতে পান তাঁরা সেখানে। বিস্ফোরণের যে অভিঘাত, তা থেকেই এলাকাবাসীদের সন্দেহ যেটি ফেটেছে, সেটা বোমা ছাড়া আর কিছু নয়। আর এই ঘটনায় সরাসরি কংগ্রেসের দিকেই আঙুল তুলছে তৃণমূল শিবির। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্থানীয় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ আতঙ্কের বাতাবরণ ছড়িয়েছে এলাকায়।

Malda: মালদায় তৃণমূল নেতার বাড়ির পাশেই বোমাবাজির অভিযোগ, নিশানায় কংগ্রেস
কী অভিযোগ তুলছেন এলাকাবাসীরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদা: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও ভোটের বাদ্যি বেজে গিয়েছে অনেকদিন। আর এসবের মধ্যেই এবার তৃণমূল নেতার বাড়ির পাশেই বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানা এলাকার গোপালপুরে। এলাকাবাসীদের অভিযোগ, বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে এবং ছুটে ঘর থেকে বেরোতেই ব্যাপক ধোঁয়া দেখতে পান তাঁরা সেখানে। বিস্ফোরণের যে অভিঘাত, তা থেকেই এলাকাবাসীদের সন্দেহ যেটি ফেটেছে, সেটা বোমা ছাড়া আর কিছু নয়। আর এই ঘটনায় সরাসরি কংগ্রেসের দিকেই আঙুল তুলছে তৃণমূল শিবির। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্থানীয় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ আতঙ্কের বাতাবরণ ছড়িয়েছে এলাকায়।

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত পঞ্চায়েত নির্বাচনের সময় এই এলাকাতেই এক তৃণমূল কর্মীর বোমার আঘাতে মৃত্যু হয়েছিল। সেই ঘটনাতেও অভিযোগের আঙুল উঠেছিল কংগ্রেসের দিকেই। তারপর আবার নতুন করে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় তৃণমূল শিবির এদিনের ঘটনায় কংগ্রেসের দিকে আঙুল তুললেও, সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় কংগ্রেস শিবির। তৃণমূল কংগ্রেসের গোপালপুর অঞ্চল সভাপতি মোহাম্মদ নাসিরের অভিযোগ , কংগ্রেস ভোটের আগে এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে।

ভোটের আগে এলাকার আতঙ্কের বাতাবরণ তৈরি করতে চাইছে কংগ্রেস, অভিযোগ তৃণমূল নেতার। যদিও তৃণমূলের এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে পাল্টা শাসক দলের বিরুদ্ধেই চক্রান্তের তত্ত্ব তুলে ধরছেন কংগ্রেসের মানিকচক ব্লক সভাপতি মতিউর রহমান। তাঁর বক্তব্য, ‘আমাদের কংগ্রেস নেতা শেখ সইফুদ্দিনের জামিন হয়েছে। তাঁকে ফাঁসানোর জন্যই চক্রান্ত করছে তৃণমূল।’ অভিযোগ, পাল্টা অভিযোগের এই আবহেই এলাকার সাধারণ মানুষজনের মনে জাঁকিয়ে বসতে শুরু করেছে বোমাবাজির আতঙ্ক। মনের মধ্যে ফিরে আসছে পঞ্চায়েত ভোট পর্বের ভয়ঙ্কর অভিজ্ঞতা।

Next Article