উত্তরবঙ্গ পুনরুদ্ধারে মরিয়া নেত্রী ময়দানে একাই, চ্যালেঞ্জ গোষ্ঠীকোন্দল, জার্সিবদল রোখা

Feb 10, 2021 | 9:19 AM

২০১৬র বিধানসভা নির্বাচনে ১২টি আসনের মধ্যে কোনটিতেই জেতেনি তৃণমূল। কংগ্রেস, সিপিএম জোট জেতে বৈষ্ণবনগর, রতুয়া, গাজোল, ইংরেজবাজার আসনে। একটিতে জেতে বিজেপি।

উত্তরবঙ্গ পুনরুদ্ধারে মরিয়া নেত্রী ময়দানে একাই, চ্যালেঞ্জ গোষ্ঠীকোন্দল, জার্সিবদল রোখা
ছবি- টুইটার

Follow Us

মালদা: ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছেন নেত্রী। সংগঠনকে আরও বেশি করে সুদৃঢ় করতে রাশ নিয়েছেন নিজের হাতে। জেলায় ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মততা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ তাঁর পাখির চোখ মালদা (Maldah)। মালদার ইংরেজবাজারের ডিএসএ স্টেডিয়ামে সভা করবেন তিনি। তার আগে সভা রয়েছে উত্তর দিনাজপুরেও।

হাইভোল্টেজ পর্বের আগে নেত্রী আসলে চাইছেন উত্তরের হারানো জমি পুনরুদ্ধার করতে। পরিসংখ্যান বলছে, ২০১৬-র বিধানসভার পর ২০১৯এর লোকসভা নির্বাচন- দুইয়ের ক্ষেত্রেই খুব একটা মুখ উজ্জ্বল করতে পারেনি তৃণমূলের ফল।

২০১৬র বিধানসভা নির্বাচনে ১২টি আসনের মধ্যে কোনটিতেই জেতেনি তৃণমূল। কংগ্রেস, সিপিএম জোট জেতে মোথাবাড়ি, রতুয়া, গাজোল, ইংরেজবাজার আসনে। কেবলমাত্র বৈষ্ণবনগরে জেতে বিজেপি। গাজোলে সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হন দীপালি বিশ্বাস। আর বাকি বৈষ্ণবনগর, রতুয়া, ইংরেজবাজারে কংগ্রেস জেতে। কিন্তু ওই চারটি আসনের বিধায়ক পরে যোগ দেন তৃণমূলে। দীপালি বিশ্বাস অবশ্য ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। গুঞ্জন রয়েছে আরও কয়েকজনকে নিয়ে।

শাসকদলের থেকে মুখে ফিরিয়েছিলেন মালদাবাসী। এবার তাঁদের মন জয় করতে মরিয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভার পর দলীয় স্তরে বৈঠক করবেন তিনি।

কারণ নেত্রীর সামনে রয়েছে আরও এক বড় চ্যালেঞ্জ। রাজনীতির ‘ভার্টিক্যাল ট্রেন্ডিং’এ জার্সি বদল রোখার দায়িত্ব তাঁর কাঁধে। সঙ্গে প্রয়োজন গোষ্ঠীকোন্দলের শাসনও। এখানে একটি বড় বিষয় উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মালদায় পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন শুভেন্দু অধিকারী। আজ তিনি যুযুধান প্রতিপক্ষ। সেক্ষেত্রে সংগঠনকে টিকিয়ে রাখতে দক্ষ সংগঠকের ভূমিকায় এবার নিজেই অবতীর্ণ হলেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: মানব পাচারে প্রথম বাংলা, গার্হস্থ্য হিংসাও বেশি মমতার রাজ্যেই, শাণিত আক্রমণ নাড্ডার

রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন চলছে, মালদার অনেক নেতাই শুভেন্দুর সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। বিশেষজ্ঞদের মতে, নেত্রীও নিশ্চয় সে ব্যাপারে অবগত। তাই এদিনের সভা থেকে তাঁদের উদ্দেশে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Next Article