Mamata Banerjee: সিপিএমের দায়িত্ব আমি নেব না: মমতা

Mamata Banerjee: আজই পূর্ব বর্ধমানে সভা করতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মালদার সভামঞ্চ থেকে অমিত শাহর উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, 'আমাদের সরকার থাকাকালীন একটাও ইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। সিপিএমের দায়িত্ব আমি নিতে যাব না।'

Mamata Banerjee: সিপিএমের দায়িত্ব আমি নেব না: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2024 | 6:05 PM

মালদা: লোকসভা ভোটের প্রচার পর্বে মালদা উত্তরের সভা থেকে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন মমতা। বিজেপিকে ‘গদি ছাড়া’ করার ডাক দিলেন তৃণমূল নেত্রী। রাজ্যের টাকা আটকে থাকা প্রসঙ্গে মমতা বললেন, “বলা হচ্ছে, বাংলা নাকি ২ লাখ ২৯ হাজার কোটি টাকার হিসেব দেয়নি। ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। তাই কেন্দ্র টাকা দিতে পারছে না।”

উল্লেখ্য, আজই পূর্ব বর্ধমানে সভা করতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মালদার সভামঞ্চ থেকে অমিত শাহর উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, ‘আমাদের সরকার থাকাকালীন একটাও ইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। সিপিএমের দায়িত্ব আমি নিতে যাব না। কিন্তু আমাদের ১২ বছরে একটাও ইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই।’

এবারের লোকসভা ভোটের প্রচারে বাংলায় বিশেষ নজর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মোদী-শাহ-নাড্ডা থেকে শুরু করে বিজেপির প্রথম সারির তাবড় রথী মহারথীরা বাংলায় আসছেন। সভা করছেন। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও বাংলা থেকে সভা করে গিয়েছেন। সেই সভা থেকে সিএএ ইস্যুতেও সরব হয়েছিলেন রাজনাথ। বলেছিলেন, ‘কোনও মাই কা লাল নেই যে সিএএ আটকায়।’ এবার মালদার সভা মঞ্চ থেকে নাম না করে রাজনাথ সিংকেও একহাত নিলেন মমতা। ‘মাই কা লাল’ মন্তব্য টেনে মমতা আজ আবারও স্পষ্ট করে দিলেন, তিনি কোনওভাবেই সিএএ বা এনআরসি বাংলায় হতে দেবেন না।