CM Mamata Banerjee: ‘Cong-CPIM কে একটাও ভোট নয়, পুরোটাই BJP-র খেলা’, দ্বিতীয় দফার আগে ফের উত্তরবঙ্গে সুর চড়ালেন মমতা
CM Mamata Banerjee: ২৬ এপ্রিল ভোট রয়েছে দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে। ৭ মে ভোট রয়েছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণে। এদিকে এরইমধ্যে ভোট প্রচারে ঝড় তুলতে মালদায় পা রাখলেন তৃণমূল সুুুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV-9 Bangla
গাজোল: শেষ হয়েছে প্রথম দফার ভোট। পরের দু’দফাতেও ভোট রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ২৬ এপ্রিল ভোট রয়েছে দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে। ৭ মে ভোট রয়েছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণে। এদিকে এরইমধ্যে ভোট প্রচারে ঝড় তুলতে মালদায় পা রাখলেন তৃণমূল সুুুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গাজোলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে তুললেন ঝড়। কড়া আক্রমণ শানালেন পদ্ম শিবিরের বিরুদ্ধে। সুর চড়ালেন কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধে। বলেন…
- বিজেপির যাঁরা এখান থেকে জিতেছিল, কংগ্রেসের যাঁরা জিতেছিল কোনওদিন বাংলার হয়ে কথা বলেছে? শুনেছেন? বাংলার হয়ে দাবি আদায় করেছে? জেনে রাখবেন বাংলায় কংগ্রেস-সিপিএম-বিজেপি ভাই ভাই। লড়ছে তাই একসঙ্গে। আমরা লড়ছি আমরা একা বিজেপির সঙ্গে।
- দিল্লিতে সরকার গড়ব আমরা। তখন আমরা মনে রাখব আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করব। বাংলায় নয়। ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম। মনে রাখবেন সিপিএম-কংগ্রেসকে একটাও ভোট দেবেন না। এটা বিজেপির খেলা।
- ওদের পলিসি হচ্ছে ভোট কাটো কংগ্রেসের নামে যাতে বিজেপির ভোটটা ভাল হয়। ভোট কাটো সিপিএমের নামে যাতে বিজেপির ভোটটা ভাল হয়। ওরা সারা ভারতবর্ষে লড়ুক আমার কোনও আপত্তি নেই যেখানে আমরা লড়ছি না।
- আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের এমপি পার্লামেন্টে লড়াই করেছে। মার খেয়েছে। মহুয়াকে বহিষ্কার করে দিয়েছে। তারপরেও মনে রাখবেন একশোদিনের টাকা চাই। গরিব লোকেদের নিয়ে আমাদের এমপিরা গিয়েছিল দিল্লিতে। ওখানে অভিষেকদের মেরেছিল। কিন্তু ওরা মাথা নত করেনি।