মালদা: মঙ্গলবার খুন হন তৃণমূল কর্মী। ভরা রাস্তায় তাঁকে গুলি করা হয়। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে আধলা ইট দিয়ে মাথায় ক্রমাগত মারা হয়। এই ঘটনায় এবার মুখ খুললেন সুজাপুরের বিধায়ক আবদুল গনি। তাঁর বক্তব্য, দলের গোষ্ঠী কোন্দল বেড়েই চলেছে মালদায়। তার ফলেই ঘটছে এই ঘটনা। এর পিছনে কে রয়েছে সে কথাও বলে দিলেন তিনি। শুধু তাই নয়, একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এ রাজ্যের পুলিশের উপরও। বস্তুত, এর আগে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুনের সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধায়কও সেই একই কথা বললেন।
এ দিন আবদুল গনি বলেন, “ওখানে একটা গোষ্ঠী রয়েছে। ওখানে পঞ্চায়েত সমিতির নেতা মারা গিয়েছেন। ব্লক প্রেসিডেন্ট সারিউল শেখ মাস্টারি করেছেন। সারিউল তৃণমূল। ওই এইসব করাচ্ছে। একই সঙ্গে বকুল অঞ্চলের নেতা। খুব ইনফ্লুয়েন্স। জাকিরের সঙ্গে ওঁর সমস্যা ছিল। আসল মাথা সেরিউল শেখই।”
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন বিধায়ক। বলেন, “এসপির ভূমিকা আমার পছন্দ নয়। এসপির অপরাধী দমনের ভূমিকা খুব কম। পুলিশ অনেক কিছু জানে। পুলিশ কি অ্যকশন নেয়? অনেক সময় এফ আই আর নিতে চায় না। ২৫ বাড়ি সার্চ করলে ৫টি বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে। দু-চারজন ভাল পুলিশ আসে।”
এরপরই গোষ্ঠী কোন্দলের বিষয় উস্কে দিয়ে বলেন, “সবই তৃণমূল ভার্সেস তৃণমূল। ব্লক সভাপতি আমার কথা শোনে না। ত লোকসভা থেকে শোনে না। আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। দেখলাম মানুষ সরে এসেছে। অ্যান্টি সোশ্যালদের দিয়ে দল বানাচ্ছে। আমি সুব্রত বক্সীকেও জানিয়েছিলাম। কে কত বেশি রসদ সংগ্রহ করে?”