Malda Murder: বাঁশ দিয়ে পিটিয়ে নিজের বৌদিকে খুন, পারিবারিক বিবাদ না অন্য কিছু?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 09, 2021 | 3:56 PM

Malda: সুমিত্রা ঘোষ ও তাঁর স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তার জেরেই মৃত্যু হয়েছে সুমিত্রাদেবীর।

Malda Murder: বাঁশ দিয়ে পিটিয়ে নিজের বৌদিকে খুন, পারিবারিক বিবাদ না অন্য কিছু?
পাসপাতালে মৃত্যু সুমিত্রা ঘোষের

Follow Us

মালদা: নিজের বৌদিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বৌদি মৃত্যুতে অভিযোগ উঠেছে দুই দেওরের বিরুদ্ধে। বাঁশ দিয়ে পিটিয়ে খুন (Murder) করা হয়েছে বলে অভিযোগ। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমাল পুলিশের।  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার রানীগঞ্জ এলাকায়।

শুক্রবার রাতে রানীগঞ্জে এই ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম সুমিত্রা ঘোষ, বয়স বছর। শুধু গৃহবধূর মৃত্যুই নয়, আক্রান্ত হয়েছেন স্বামী রাজু ঘোষ। অভিযুক্তরা হলেন উজ্জ্বল ঘোষ ও অমিত ঘোষ। উজ্জ্বল ঘোষ গাজোল থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জমি জায়গা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিবাদ লেগেই রয়েছে।

এই জমি বিবাদ নিয়ে গতকাল রাতে শুরু হয় তিন পরিবারের গন্ডগোল। সেই গন্ডগোলের জেরেই দাদা রাজু ঘোষ ও বৌদি সুমিত্রা ঘোষকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার উজ্জ্বল ঘোষ ও তার ভাই অমিত ঘোষের বিরুদ্ধে। আক্রান্তদেরকে তড়িঘড়ি স্থানীয়রা শুক্রবার রাতে চিকিৎসার জন্য নিয়ে যায় গাজোল গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন:  Covid Vaccine: একে পুজো, দোসর বন্ধ টিকাকরণ, চারদিনে টিকা পাবেন না প্রায় ১ লক্ষ ২০ হাজার

চিকিৎসা চলাকালীন ভোররাতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সুমিত্রা ঘোষের। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৃত গৃহবধূর স্বামী রাজু ঘোষ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার উজ্জ্বল ঘোষ ও অমিত ঘোষের বিরুদ্ধে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু পারিবারিক বিবাদ নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

আরও পড়ুন: Durga Puja 2021: ভোট-উৎসবে দ্বিতীয় ঢেউ! শারদোৎসবে করোনা দরজায় কড়া নাড়লে ‘খুনে’র দায় নেবে কে?

Next Article