AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Bus Accident: বাসের সঙ্গে সংঘর্ষ! হাতই কেটে পড়ে গেল এক যাত্রীর, গুরুতরভাবে জখম আরও দুই

Murshidabad: গুরুতরভাবে জখম হয়েছেন আমিনুল হক নামে আরও এক ব্যক্তি। তাঁর বাড়ি বেলডাঙ্গায়। শুরুতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। খবর যায় পুলিশের কাছেও। ৩ জনকেই উদ্ধার করে প্রথমে হরিহরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Murshidabad Bus Accident: বাসের সঙ্গে সংঘর্ষ! হাতই কেটে পড়ে গেল এক যাত্রীর, গুরুতরভাবে জখম আরও দুই
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2025 | 4:11 PM
Share

হরিহরপাড়া: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। হাতই কেটে পড়ে গেল এক ব্যক্তির। রক্তে ভেসে গেল এলাকা। অন্যদিকে আরও একজনের হাত কোনওমতে ঝুলে রইল। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে গেল বহরমপুর আমতলা রাজ্য সড়ক। শেষে মাঠে নামল পুলিশ। এদিন দুপুরে ঘটনাটি ঘটে হরিহরপাড়ার ট্যাংরামারী মাঠ সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। 

স্থানীয় সূত্রে খবর, এদিন বহরমপুরের দিক থেকে একটি যাত্রী বোঝাই বাস আমতলার দিতে যাচ্ছিল। অন্যদিকে একই রাস্তায় আমতলার দিক থেক বহরমপুরের দিকে আসছিল একটি ২০৭ গাড়ি। কিন্তু ট্যাংরামারী মাঠ সংলগ্ন এলাকায় আসতেই দু’টি গাড়ির মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ ঘটে। গুরুতরভাবে জখম হন তিনজন। ঘটনাস্থলেই হাত কেটে পড়ে যায় মানিক মণ্ডল নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি গরিবপুর গ্রামে। কোনওমতে হাত লেগে রয়েছে শান্তনা হালদারের। তাঁর বাড়ি নদিয়ার দোগাছিতে। আহতদের পরিবারের সদস্যদের কাছেও খবর গিয়েছে। আসছেন তাঁরাও। 

গুরুতরভাবে জখম হয়েছেন আমিনুল হক নামে আরও এক ব্যক্তি। তাঁর বাড়ি বেলডাঙ্গায়। শুরুতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। খবর যায় পুলিশের কাছেও। ৩ জনকেই উদ্ধার করে প্রথমে হরিহরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা বুঝে চিকিৎসকেরা তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঘটনার জেরে বহরমপুর আমতলা রাজ্য সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায়। খবর পাওয়ার কিছু সময়ের মধ্যেই হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।