Bad Road: বেহাল রাস্তায়, খাটিয়ায় চেপে হাসপাতালে প্রসূতি
Bad Road: গ্রামে প্রবেশ করে না অ্যাম্বুলেন্স। শেষ পর্যন্ত খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে। সবটাই করলেন গ্রামবাসীরা। ঘটনা মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের হারোয়া গ্রাম পঞ্চায়েতের পারাইপুর এলাকার।

মুর্শিদাবাদ: রাস্তার অবস্থা এমনই বেহাল যে অ্যাম্বুলেন্স তো দূর ঢুকতে পারে না কোনও গাড়িই। বারবার প্রশসানকেও জানিয়েও হয়নি কোনও কাজ। কারও শরীর খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লেই মাথায় হাত পড়ে রোগীর পরিজনদের। অগত্যা ঝোলায় ঝুলিয়ে নিয়ে যেতে হয় রোগীকে। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় ২ নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউলি গ্রামের এই ছবি সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। শোরগোল প্রশাসনের অন্দরেও। এবার কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখা গেল মুর্শিদাবাদেও।
গ্রামে প্রবেশ করে না অ্যাম্বুলেন্স। শেষ পর্যন্ত খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে। সবটাই করলেন গ্রামবাসীরা। ঘটনা মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের হারোয়া গ্রাম পঞ্চায়েতের পারাইপুর এলাকার। এলাকার মানুষরা বলছেন বারবার প্রশসানের কাছে দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি।
ক্ষোভ প্রকাশ করছেন এলাকার আশাকর্মীরাও। একজন বলছেন, “এখান থেকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। রাস্তার অবস্থা এমন যে গাড়ি আসে না। অগত্যা খাটিয়ায় চাপিয়ে প্রসূতিদের আনতে হয়।” এলাকার আর এক বাসিন্দা বলছেন, “রাস্তার এমন অবস্থা যে হেঁটে যাতায়াতই করা যায় না। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক।”
