Adhir Chowdhury: ‘ভাইপোর জন্য মোদীর কাছে ভিক্ষা চেয়েছেন মমতা, শুধু শাহের সঙ্গে সেটিং নেই’
Adhir Chowdhury on Mamata Banerjee: "তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলে পুরে ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও কষ্ট হয়নি। যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডেকেছে, তখনই মোদীর কাছে গিয়ে ভিক্ষা চেয়েছেন, ভাইপোর যেন কিছু না হয়।''
মুর্শিদাবাদ: এবার আরও চড়া দাগে মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) আক্রমণে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। এখন নিয়ম করে কংগ্রেসের বিরুদ্ধে বিষোদগার করছেন তৃণমূল সুপ্রিমো। যার প্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন অধীরও। তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আরএসএসের নাড়ির সম্পর্ক। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং ভাইপোকে বাঁচাতে কংগ্রেসকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি কংগ্রেসের লোকসভার নেতার।
সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সাংসদ। সেখান থেকে তাঁর অভিযোগ, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সি নোটিস পাঠাতেই উনি (মমতা) সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। ‘সেখানে মোদীর কাছে ভিক্ষা চেয়েছেন ভাইপোর যাতে কিছু না হয়।’
দিন কয়েক আগে সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করে মমতা জনসভা থেকে প্রশ্ন তুলেছেন, কেন ওই দুই দলের নেতাদের কেন্দ্রীয় এজেন্সি তলব করে না! যার প্রেক্ষিতে অধীরের কটাক্ষ, “রাজীব গান্ধীর দৌলতেই তিনি নেত্রী হয়েছিলেন। আজ তিনি কংগ্রেসের ভাবধারা জলাঞ্জলি দিয়ে আরএসএস-এর অঙ্গুলিহেলনে চলছেন।” তিনি আরও যোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি, আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সুসম্পর্ক মমতার। শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেই যা ‘সেটিং’ নেই। তাই অভিষেককে ‘বাঁচাতে’ প্রধানমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলেন মমতা বলে কটাক্ষ করেন অধীর।
তাঁর কথায়, “তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলে পুরে ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও কষ্ট হয়নি। যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডেকেছে, তখনই মোদীর কাছে গিয়ে ভিক্ষা চেয়েছেন, ভাইপোর যেন কিছু না হয়। ভাইপোকে বাঁচাতে মোহন ভাগবত, রাজনাথ সিং, নীতিন গড়করির সঙ্গে সেটিং হয়েছে। শুধুমাত্র অমিত শাহের সাথেই সেটিং নেই। আরএসএস কে যে সম্মান দিয়েছেন (মমতা), সেই সম্মান হয়ত নরেন্দ্র মোদীও এখনও দেননি।”
পাশাপাশি ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে অনীহা প্রকাশ করেছেন খোদ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। সেই কংগ্রেসকেই আক্রমণ করছেন মমতা বলে মন্তব্য করেন অধীর। তিনি আরও বলেন, বিজেপির ঘোষিত এজেন্ডা ‘কংগ্রেস মুক্ত ভারত’ পশ্চিমবঙ্গে চালু করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। ভারতে ‘সর্বগ্রাসী রাজনীতির’ নতুন মডেল হয়ে উঠছেন মমতা ব্যানার্জি।’
অধীর চৌধুরী আরও বলেন, তৃণমূল বিশাল সংখ্যক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গড়েছে। সেই জন্য কংগ্রেস সৌজন্যতার খাতিরে ভবানীপুরে (Bhawaninpur) প্রতিদ্বন্দ্বিতা করেনি কংগ্রেস। এছাড়াও সনিয়া গান্ধী ভবানীপুরে প্রার্থী দিতে অনীহা প্রকাশ করেছিলেন মমতার বিরুদ্ধে। সেই কারণেই তাঁরা প্রার্থী দেননি বলে দাবি বহরমপুরের সাংসদের। এর পরেও মমতার কংগ্রেস-কে আক্রমণে কার্যত বিস্মিত অধীর। বলেন, “মুখ্যমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে বিষাদগার করছে তা বেইমানের পরিচয়। ২০১১ সালে কংগ্রেসের সৌজন্যেই সরকার গঠন করেছিল তৃণমূল কংগ্রেস।”