মুর্শিদাবাদ : স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। আর তাতেই চরম সিদ্ধান্ত নিয়ে নিল স্বামী। স্ত্রীর উপর চড়াও হয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার সম্মতিনগরে। ঘটনার পর তড়িঘড়ি ওই গৃহবধূকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এদিকে ওই ঘটনার পর থেকে এলাকা থেকে পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনার তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অসীম শেখ নামে অভিযুক্ত ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ।
হাসপাতালে ভর্তি ওই মহিলা জানিয়েছেন, তিনি বর্তমানে তাঁর স্বামীর সঙ্গে থাকেন না। স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্কও খুব একটা ভাল ছিল না। তাঁদের দুই সন্তান রয়েছে। সন্তানরা স্বামীর সঙ্গেই থাকে এখন। এদিকে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর অন্য এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় মহিলার। ইদানিংকালে ওই ব্যক্তির সঙ্গেই থাকছিলেন মহিলা। এই বিষয়টি মেনে নিতে পারেননি স্বামী অসীম শেখ। আর তাই চরম সিদ্ধান্ত নিয়ে দেয়। শুক্রবার ওই মহিলা তাঁর দিদির বাড়িতে গিয়েছিলেন। সেখানেই চড়াও হয় অভিযুক্ত স্বামী। বাড়ি থেকে টানতে টানতে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়া হয় মহিলাকে। শুক্রবারের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।
ওই মহিলা জানিয়েছেন, “ও আমার সঙ্গে যেমন করেছে, আমিও তেমন করেছি। আমার উপর চাপ দিচ্ছিল। আমাকে দিদির বাড়ি থেকে টানতে টানতে বের করে হাঁসুয়া দিয়ে কোপ মেরেছে। আমি ওর শাস্তি চাইছি।” উল্লেখ্য, আক্রান্ত ওই গৃহবধূ এখন আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযুক্ত স্বামী তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশকর্মীরা। ঠিক কী কারণে এই আক্রমণ, তার উত্তর খোঁজার চেষ্টা করছে স্থানীয় থানার পুলিশকর্মীরা। মহিলার শ্বশুরবাড়ির লোকদের ভূমিকাও কী ছিল, সেই দিকেই নজর রাখছেন পুলিশকর্মীরা।