Murshidabad: প্রধান শিক্ষকে হাতুড়ি দিয়ে আক্রমণের অভিযোগ পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে, প্রতিবাদে রাস্তা অবরোধ পড়ুয়াদের
Murshidabad: ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও কেন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন? কেন গ্রেফতার করতে পারল না পুলিশ? প্রশ্ন স্কুলের পড়ুয়াদের। সেই ক্ষোভই এদিন আছড়ে পড়ল পথ অবরোধের মধ্য দিয়ে।
মুর্শিদাবাদ: প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় এখনও অধরা অবিযুক্ত। তাতেই ক্ষোভে ফুঁসছে গোটা স্কুল। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সামিল পড়ুয়ারা। স্তব্ধ হয়ে গেল যান চলাচল। চাঞ্চল্যকর ছবি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকায়। অভিযোগ, বুধবার ইসলামপুর থানার গোয়াস কালিকাপুর হাইস্কুলের প্রধান শিক্ষককে হাতুড় দিয়ে আক্রমণ করে রক্তাক্ত করে দেন স্কুলেরই পার্শ্ব শিক্ষক। ছুটি মেলাতেই তিনি এই কাণ্ড করেন বলে জানা যায়। ছুটির দাবি করেছিলেন পার্শ্ব শিক্ষক জিয়ারুল ইসলাম। কিন্তু তা মঞ্জুর করেননি স্কুলের হেড স্যার শঙ্কর ঘোষ। সেই রাগ থেকেই আক্রমণ বলে শোনা যায়।
কিন্তু, ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও কেন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন? কেন গ্রেফতার করতে পারল না পুলিশ? প্রশ্ন স্কুলের পড়ুয়াদের। সেই ক্ষোভই এদিন আছড়ে পড়ল পথ অবরোধের মধ্য দিয়ে। অভিযুক্তের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নিতে হবে, সেই দাবিতেই অবস্থানে বসে পড়ে বেশ কিছু পড়ুয়া। অবরুদ্ধ হয়ে যায় বহরমপুর শেখপাড়া রাজ্য সড়ক। রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। প্রতিবাদ চলে বিডিও অফিসের সামনেও।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক প্রতিবাদী ছাত্র শামিম ইসলাম বলছে, “আমাদের হেড স্যার খুবই ভাল মানুষ। কিন্তু জিয়ারুল স্যার হেড স্যারকে না বলে বাড়ি যাচ্ছিল। হেড স্যার ডাকতেই বলে আমার ছুটি লাগবে। তর্কাতর্কি হতেই হাতুড়ি দিয়ে উনি হেড স্যারের উপর হামলা করেন। হেড স্যারের অবস্থা গুরুতর। সে কারণেই আমাদের প্রতিবাদ। আমরা প্রায় ৩০০ ছাত্র মিলে বিডিও অফিসেও গিয়েছিলাম।”