Durga Puja: সন্দীপাসুর? দুর্গার থেকে অসুর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Durga Puja: প্রসঙ্গত, তিলোত্তমার ঘটনায় প্রতিবাদের জোয়ার এ রাজ্যে। এই ঘটনার পর নাম জড়ায় সন্দীপ ঘোষের। বর্তমানে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন তিনি। সেই অভিযুক্ত সন্দীপ ঘোষকে সমাজের অসুর বলে মনে করছেন অনেকেই।

Durga Puja: সন্দীপাসুর? দুর্গার থেকে অসুর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
বহরমপুরে দুর্গাপুজোImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2024 | 12:44 PM

মুর্শিদাবাদ: শোকের মধ্যেই চলছে উৎসব। একদিকে মানুষ প্রতিবাদে নামছেন। অন্যদিকে, উৎসবেও সামিল হচ্ছেন তাঁরা। এই আবহের মধ্যে এবার অসুর বানিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদের বহরমপুর এক শিল্পী। হ্যাঁ ঠিকই শুনেছেন ‘অসুর’। ইতিমধ্যেই সেই অসুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু কেন এই অসুর নিয়ে এত শোরগোল? আসলে এই অসুরের মুখের আদল তৈরি হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মুখের আদলে।

প্রসঙ্গত, তিলোত্তমার ঘটনায় প্রতিবাদের জোয়ার এ রাজ্যে। এই ঘটনার পর নাম জড়ায় সন্দীপ ঘোষের। বর্তমানে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন তিনি। সেই অভিযুক্ত সন্দীপ ঘোষকে সমাজের অসুর বলে মনে করছেন অনেকেই। মুর্শিদাবাদের বহরমপুর স্বর্গধাম সেবক সংঘের দুর্গাপুজে অসুরের রূপ পেয়েছে। আর মৃৎশিল্পী অসীম পাল সেই মূর্তি বানিয়েছেন। যদিও পূজা কমিটির পক্ষ থেকে অসুর দাবি উড়ালেও সাধারণ মানুষ এসে এই সন্দীপ ঘোষের প্রতিচ্ছবি দেখছেন।

এক দর্শনার্থী বলেন এখানে যেমন পশুর বধ হচ্ছে সেই রকমই ছবি আমরা দেখতে চাই। তিলোত্তমার দোষীরা সাজা পাবে। পুজো উদ্যোক্তা বলেন, “এবার আমাদের ৭৮ তম বর্ষ। বৈচিত্রের মধ্যে ঐক্য। প্রতিমাগুলিকে বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। প্রতিবছর মা দুর্গার আলাদা-আলাদা ধরনের অসুর তৈরির চেষ্টা করি। তবে সন্দীপ ঘোষকে অসুর বানাবো এই ধরনের চিন্তাভাবনা আমরা করিনি। আর করিও না। নারীদের সম্মানহানি হচ্ছে এটা আলাদা ব্যাপার। কিন্তু প্রতিমার মধ্যে এই চিন্তাভাবনা করিনি।”