Bayron Biswas: বাড়িতে দিনভর আয়কর তল্লাশি, অসুস্থ হয়ে হাসপাতালে বায়রন
Bayron Biswas: বায়রন বিশ্বাসের বাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এদিন তল্লাশি চলাকালীন সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেলেন বিধায়কের বাবা। ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করেন তিনি।
মুর্শিদাবাদ: সাত সকালে তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে পৌঁছে যায় আয়কর দফতরের আধিকারিকদের একটি টিম। পেশায় ব্যবসায়ী বায়রনের বাড়িতে দিনভর চলেছে তল্লাশি। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক। দুপুর থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। সন্ধ্যার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৯ টা নাগাদ তাঁর বাড়ি থেকে একটি কালো গাড়ি বেরতে দেখা যায়। তাতেই ওঠেন বায়রন। তাঁর নিজের নার্সিংহোমেই নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানে বায়রনের বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকরা। যদিও এই বাড়ি বায়রন বিশ্বাসের বাবার নামে বলে সূত্রের খবর। শুধুমাত্র তাঁর বাড়িতেই নয়, তাঁর নার্সিংহোমেও চলছে তল্লাশি।
একটানা আয়কর দফতরের হানার মুখে বায়রন বিশ্বাস এদিন বিকেলের দিকে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দেখতে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয় হাসপাতালের চিকিৎসকদের। মানসিক চাপে এমনটা ঘটে থাকতে পারে বলে মনে করছেন এলাকার লোকজন। কিন্তু সন্ধ্যা বাড়ার পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকদের পরামর্শেই তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, শরীরে সুগারের মাত্রা অস্বাভাবিক হারে কমে যাওয়াতেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বায়রনের বাবা এদিন কেঁদে ফেলেন। তিনি মনে করেন তাঁর ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
উল্লেখ্য, সাগরদিঘি উপ নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন বায়রন বিশ্বাস। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি।