Murshidabad: জলঙ্গিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ব্যাপক উত্তেজনা, চলল ইটবৃষ্টি, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
Murshidabad: চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে জলঙ্গির চোয়াপাড়া অঞ্চলের সরকার পাড়া গ্রামে। সূত্রের খবর, বুধবার বিকালে আচমকাই তৃণমূল বিধায়ক আব্দুল রাজ্জাকের গোষ্ঠীর সঙ্গে যুবনেতা রাকিবুল ইসলামের গোষ্ঠীর সংঘর্ষ হয়। মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
জলঙ্গি: জলঙ্গিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল চলছিল দীর্ঘদিন থেকেই। মাঝেমধ্যেই তা প্রকাশ্যেও এসে যায়। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও চলছিল এলাকায়। এরইমধ্যে এবার দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ দেখা গেল জলঙ্গিতে। চলল ইট বৃষ্টি। এদিন চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে জলঙ্গির চোয়াপাড়া অঞ্চলের সরকার পাড়া গ্রামে। সূত্রের খবর, বুধবার বিকালে আচমকাই তৃণমূল বিধায়ক আব্দুল রাজ্জাকের গোষ্ঠীর সঙ্গে যুবনেতা রাকিবুল ইসলামের গোষ্ঠীর সংঘর্ষ হয়। মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
সূত্রের খবর, প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চললেও কিছু সময়ের মধ্যেই বচসা আরও বেড়ে যায়। দুই গোষ্ঠীর লোকজন একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। বিধায়কের তিন অনুগামী আহতও হয়েছেন বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশই পরিস্থিতি বাগে আনার চেষ্টা করে।
ঘটনায় স্থানীয় বাসিন্দা সাদিক খান বলছেন, “ওদের মধ্যে তো অনেকদিন থেকে ঝামেলা। এলাকায় যাই হচ্ছে তাতেই বিধায়কের গোষ্ঠীর লোকজনের দোষ হচ্ছে। উল্টে রকির লোকজন গুলি-বন্দুক নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কেউ কিছু বলতে পারছে না। কিন্তু, যাই হচ্ছে সব এমএলএ-র লোকেদের বিরুদ্ধে দোষ হচ্ছে। এদিন আবার ওদের মধ্যে ব্যাপক ঝামেলা দেখা যায়।”