AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: নিজের বৌভাতে এনুমারেশন ফর্ম আপলোডে ব্যস্ত BLO, কাজের ফাঁকেই ছুটছেন অতিথি আপ্যায়নে

BLO busy with SIR work: মুর্শিদাবাদের ইসলামপুরের আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুস্তাক আহমেদ। তাঁর বাড়ি ডোমকলের ভাতশালায়। বাড়ি থেকে কর্মস্থান প্রায় ১০ কিমি দূরে। সেখানকার ৭৭৪ ভোটারের BLO তিনি। SIR প্রক্রিয়া শুরুর আগেই বিয়ের দিনক্ষণ পাকা হয়। যার ফলে বিয়ের তারিখ পিছিয়ে নিয়ে যেতে পারেননি।

SIR in Bengal: নিজের বৌভাতে এনুমারেশন ফর্ম আপলোডে ব্যস্ত BLO, কাজের ফাঁকেই ছুটছেন অতিথি আপ্যায়নে
SIR-র কাজে ব্যস্ত বিএলওImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 24, 2025 | 12:03 AM
Share

মুর্শিদাবাদ: বাড়িতে আত্মীয়দের ভিড়। হাসি-কোলাহলে গমগম করছে বাড়ি। বৌভাতের আয়োজনে ব্যস্ত সবাই। কিন্তু, বরের দেখা পাওয়া যাচ্ছে না। কখনও এক ঝলক দেখা দিয়েই আবার চলে যাচ্ছেন। কিন্তু, যাচ্ছেন কোথায়? সেটা খোঁজ করতে গিয়েই বরকে পাওয়া গেল একটি রুমে। বিছানাতে ছড়ানো কাগজপত্র। কোট, টাই পরে বর ব্যস্ত মোবাইলে। কী করছেন? এক ঝলক মুখ তুলে বললেন, ভোটারদের এনুমারেশন ফর্ম অনলাইনে আপলোড করছেন। কারণ, তিনি যে বিএলও-র দায়িত্ব পেয়েছেন। ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালার। বৌভাতের দিন এমনভাবেই ব্যস্ত থাকতে দেখা গেল বিএলও মুস্তাক আহমেদকে।

মুর্শিদাবাদের ইসলামপুরের আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুস্তাক আহমেদ। তাঁর বাড়ি থেকে কর্মস্থান প্রায় ১০ কিমি দুরে। সেখানকার ৭৭৪ ভোটারের BLO তিনি। SIR প্রক্রিয়া শুরুর আগেই বিয়ের দিনক্ষণ পাকা হয়। যার ফলে বিয়ের তারিখ পিছিয়ে নিয়ে যেতে পারেননি।

রাজ্যে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এনুমারেশন ফর্ম বিলি ও জমা নেওয়ার পর অ্যাপে এন্ট্রির দায়িত্বও দেওয়া হয়েছে বিএলও-দের। আর এই কাজের জন্য সময়ও বেঁধে দেওয়া হচ্ছে। তাই বৌভাতের দিনও ব্যস্ত থাকতে হচ্ছে বলে জানালেন মুস্তাক আহমেদ।

Blo In Murshidabad

বিএলও মুস্তাক আহমেদ

ফর্ম অনলাইনে আপলোডের মাঝেই তিনি বলেন, “আসলে কোনও উপায় নেই। আমার বুথে ৮০০ জনের মতো ভোটার। ২০০-র মতো ভোটারের ফর্ম আপলোড হয়নি। এখন যদি আপলোড না করি, আমার জন্য প্রচণ্ড চাপের হয়ে যাবে। বাইরে গেস্ট আসছেন। আমার বাবা-মা অতিথিদের আপ্যায়ন করছেন। আমার স্ত্রী রয়েছেন। আমি মাঝেমধ্যে গিয়ে অতিথিদের আপ্য়ায়ন করছি। তার মাঝে কাজও করতে হচ্ছে।”

সব বিএলও-ই চাপের মধ্যে রয়েছেন জানিয়ে তিনি বলেন, “সবাই অবশ্য চাপে রয়েছে। আমি নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করছি। উপায় না থাকায় কাজটা করতে হচ্ছে। মানসিক চাপটা বেশি হয়ে যাচ্ছে। নিখুঁতভাবে নিজের কাজটা করার চেষ্টা করছি।”