AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata on SIR: বাংলায় কেন SIR করতে দিলেন? আজ জানিয়ে দিলেন মমতা

Mamata banerjee news: আজ মমতার প্রশাসনিক সভা ছিল মুর্শিদাবাদে। সেখান থেকে জনগণকে আশ্বস্ত করে তিনি। আরও একবার স্মরণ করিয়ে দেন, সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে। কারও নাম বাদ যাবে না। আর কাউকে যদি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়ও, তিনি ফিরিয়ে আনবেন। বলেন, "নিশ্চিন্তে থাকুন আপনাদের নিরাপত্তা অধিকার সুরক্ষিত।"

Mamata on SIR: বাংলায় কেন SIR করতে দিলেন? আজ জানিয়ে দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্য়ায়Image Credit: Facebook
| Updated on: Dec 04, 2025 | 2:51 PM
Share

মুর্শিদাবাদ: তখনও এসআইআর প্রক্রিয়া শুরু হয়নি। জল্পনা চলছিল যে বিহারের মতো বাংলাতেও হবে কি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলায় তিনি এসআইআর করতে দেবেন না। তবে এসআইআর প্রক্রিয়া চালু হতেই বিজেপি বারেবারে কটাক্ষ করেছে মুখ্যমন্ত্রী কই আটকাতে পারলেন না তো? আজ এই উত্তরই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানিয়েছেন, বিজেপি চালাকিও তিনি ধরে ফেলেছেন।

আজ মমতার প্রশাসনিক সভা ছিল মুর্শিদাবাদে। সেখান থেকে জনগণকে আশ্বস্ত করে তিনি। আরও একবার স্মরণ করিয়ে দেন, সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে। কারও নাম বাদ যাবে না। আর কাউকে যদি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়ও, তিনি ফিরিয়ে আনবেন। বলেন, “নিশ্চিন্তে থাকুন আপনাদের নিরাপত্তা অধিকার সুরক্ষিত। কেউ বিতাড়িত হবেন না। আর বিতাড়িত হলে মৎস্যজীবীদের ফিরিয়ে আনি তেমনই আনব।” একই সঙ্গে আজ সোনালি খাতুনের বিষয়টিও উল্লেখ করেন মমতা। এখানে উল্লেখ্য, গর্ভবতী সোনালি খাতুনকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে। রাজ্য মামলা করে। তবে, সুপ্রিম কোর্টের নির্দেশ সোনালিকে ফিরিয়ে আনতে হবে। এ দিন, মমতা বলেছেন, “সোনালী খাতুনের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। উনি গর্ভবতী মা। কেস করে বলেছি ফিরিয়ে আনতে হবে।” বারেবারে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

এরপরই তিনি জানান কেন এসআইআর করতে হল? মমতা বলেন, “SIR-এর নামে ভয় পাবেন না। শুধু নিজেদের কাগজগুলো ঠিকমতো জমা দিন। ওরা টাইম বেছে নিয়েছে। যদি না করতে দিতাম। তাহলে ভোট না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝেছেন অমিত শাহের চালাকিটা?” বস্তুত, মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন, এসআইআর করতে দেবেন না। তারই পাল্টা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজেই ফর্ম নিয়েছেন। তার মানে উনি মেনে নিলেন।” আজ কার্যত তারই উত্তর দিলেন মমতা।