Congress Joining: অভিষেক জেলা ছাড়তেই তৃণমূল ছাড়লেন ৬০০ জন, কংগ্রেস পতাকা তুলে নিলেন অধীরের হাত থেকে

TMC to Congress Congress Joining: মঙ্গলবার বিকেলে ভগবানগোলা ব্লক ২-এর নশীপুর হাইস্কুলে একটি কংগ্রেস কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Congress Joining: অভিষেক জেলা ছাড়তেই তৃণমূল ছাড়লেন ৬০০ জন, কংগ্রেস পতাকা তুলে নিলেন অধীরের হাত থেকে
কংগ্রেসে যোগদান (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 8:56 AM

ভগবানগোলা (মুর্শিদাবাদ):  মাত্র একদিন কেটেছে জেলা ছেড়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘নব জোয়ার’ কর্মসূচিতে মুর্শিদাবাদে ছিলেন তিনি। তবে অভিষেক চলে যেতেই ভাঙন দেখা দিল তৃণমূল শিবিরে। প্রায় ৬০০ জন কর্মী-সমর্থক যোগদান করলেন কংগ্রেসে। বুধবার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে ‘হাত’ পতাকা তুলে নেন তাঁরা।

মঙ্গলবার বিকেলে ভগবানগোলা ব্লক ২-এর নশীপুর হাইস্কুলে একটি কংগ্রেস কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এই দিনের কর্মী সম্মেলনে ভগবানগোলা ব্লক ২ এর চারটি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম সহ ৬০০ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করেন।

কংগ্রেসে যোগ দিয়ে মিনারুল ইসলাম বলেন,”তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে আমারর দল পরিবর্তন। এরা দুর্নীতির চূড়ায় উঠে গিয়েছে। নামতে আর পারবে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে ভগবানগোলা ব্লক ২ এর ছয়টি অঞ্চল দখল করবে কংগ্রেস।” অপরদিকে, কর্মী সম্মেলন থেকে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন অধীর রঞ্জন চৌধুরী।

তবে শুধু মুর্শিদাবদ নয়, বীরভূমে অভিষেক থাকাকালীনই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছে ৬৫টি পরিবার। দলবদল করে তাঁরা বিজেপি-তে যোগদান করেন। মঙ্গলবার রাতে এই সকল তৃণমূল কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা।