Murshidabad Landlord and Tenant Chaos: বাড়ির মালিক ও ভাড়াটের ঝগড়ায় ঘি ঢাললেন বিধায়ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্য পুলিশের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 31, 2022 | 3:12 PM

Murshidabad: এক বছর আগে একটি চুক্তি হয় ভাড়াটের সঙ্গে। সেই চুক্তিতে বলা হয় সোমবার বাড়িটি খালি করে দেবেন ভাড়াটে। কিন্তু তা হয়নি।

Murshidabad Landlord and Tenant Chaos: বাড়ির মালিক ও ভাড়াটের ঝগড়ায় ঘি ঢাললেন বিধায়ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্য পুলিশের
মুর্শিদাবাদে উত্তেজন (নিজস্ব ছবি)

Follow Us

মুর্শিদাবাদ: ফের ভাড়াটে উচ্ছেদ ঘিরে উত্তেজনা। তবে এবার আর হাওড়া (Howra) নয়, এবার মুর্শিদাবাদ। বাড়ি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হল বড়ঞা। পরিস্থিতি আয়ত্তে আনতে রীতিমত লাঠিচার্য করে পুলিশ। তারমধ্যে আবার আগুনে ঘি ঢাললেন খোদ বিধায়ক। ফলে পরিস্থিতি বেরিয়ে যায় হাতের বাইরে। ফলস্বরূপ চারজনকে আটক করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, খরগ্রাম থানার নগর এলাকার এক বাসিন্দা ডাকবাংলা স্টেট ব্যাংক রোডের একটি তিনতলা বাড়ি কিনেছেন। বাড়ি মালিকের কাছ থেকে ন্যায্য দামে সমস্ত নথিসহ বাড়িটি কিনেছেন ওই ব্যক্তি।
তবে বাড়িটিতে এলাকারই এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকতেন। তার কারণে বাড়িটি ছাড়তে নারাজ তিনি। এবার বর্তমান বাড়ির মালিক জানান, এক বছর আগে একটি চুক্তি হয় ভাড়াটের সঙ্গে। সেই চুক্তিতে বলা হয় সোমবার বাড়িটি খালি করে দেবেন ভাড়াটে। কিন্তু তা হয়নি।

এদিকে, আজ যখন বাড়ির মালিক সেই চুক্তিপত্র দেখিয়ে নিজেদের বাড়ি দখল করতে পৌঁছান তখনই বাধে ঝামেলা। বাড়ি ছাড়তে চান না ভাড়াটে। রীতিমত বচসা শুরু হয় তাঁর সঙ্গে। বাড়ি থেকে উঠতে নারাজ হয় তিনি। পরে আর উপায় না দেখে বাড়ির মালিক প্রশাসনকে খবর দেয়। ঘটনাস্থলে আসে বড়োঞা থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, এলাকার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাঁর কিছু দলবল নিয়ে এসে বাড়ির ভাড়াটেকে সমর্থন করে বাড়ির মালিককে সরে যাওয়ার কথা বলেন। আর তারপরেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা। বিধায়ক বেআইনি দাবি তুলছে বলে সরব হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এলাকাবাসীদের। পরে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে লাঠিচার্জ করা হয়। ঘটনায় ওই ভাড়াটিয়া সহ উভয়পক্ষের মোট চারজনকে আটক করে বড়োঞা থানার পুলিশ। ঘটনাস্থলে বড়োয়া থানার পক্ষ থেকে মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন: Elephant Attack: দিনের বেলাতেই হাতির আতঙ্ক, রাতে কী হবে? ভেবে কুল পাচ্ছে না ঝাড়গ্রামবাসী

Next Article