Adhir Chowdhury: ‘অধীর যদি সিপিএমের প্রেমে পড়েন…’, এবার ভবিষ্যদ্বাণী করেই দিল তৃণমূল
TMC: তৃণমূল প্রার্থীর খোঁচা, 'অধীর চৌধুরী তো মুর্শিদাবাদ জেলার ঠিকা নিয়ে বসে নেই!' উল্টে বহরমপুর শহর থেকে পুরসভা অধীরদের হাতছাড়া হয়ে গিয়েছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী। বললেন, 'যদি মুর্শিদাবাদে সেলিমকে এনে উনি মনে করেন জেতাতে পারবেন, তা ভুল ধারণা। তাহলে উনি নিজেই হারবেন।'
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ থেকে এবার ভোটে লড়ছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর পাশেই বহরমপুর থেকে লড়াইয়ে নামছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এবারের ভোটে সেলিমের জয় নিয়ে নিশ্চিত অধীর। আর এই নিয়েই এবার পাল্টা বিঁধলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তৃণমূল প্রার্থীর খোঁচা, ‘অধীর চৌধুরী তো মুর্শিদাবাদ জেলার ঠিকা নিয়ে বসে নেই!’ উল্টে বহরমপুর শহর থেকে পুরসভা অধীরদের হাতছাড়া হয়ে গিয়েছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী। বললেন, ‘যদি মুর্শিদাবাদে সেলিমকে এনে উনি মনে করেন জেতাতে পারবেন, তা ভুল ধারণা। তাহলে উনি নিজেই হারবেন। সিপিএমের ফাঁদে পা দিলে অধীর চৌধুরীকে জিততে হবে না। অধীর চৌধুরী যদি সিপিএমের প্রেমে পড়ে থাকেন, তাহলে ওনাকেও এবার গোল খেয়ে যেতে হবে।’
উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে অধীর চৌধুরী ও মহম্মদ সেলিমের সুসম্পর্কের কথা কারও অজানা নয়। একুশের বিধানসভা ভোটের আগে যখন বাম-কংগ্রেস-আইএসএফ-এর সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, তখনই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেলিমের। আজ যখন অধীরের জেলা মুর্শিদাবাদে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সেলিম, তখন সিপিএম রাজ্য সম্পাদকের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধীর। প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, ‘জিতে বসে আছেন মহম্মদ সেলিম।’
সেলিমের প্রসঙ্গে অধীরের গলায় এই আত্মবিশ্বাসের সুর নিয়ে ইতিমধ্য়েই সরব হয়েছে তৃণমূল শিবির। ঘাসফুল শিবিরের তরফে কুণাল ঘোষও কটাক্ষ করেছেন। বলেছেন, ‘নিজেদের স্বার্থে অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম। মহম্মদ সেলিম হলেন সিপিএমের রাহুল সিনহা। ঘুরে ঘুরে হারেন।’