Mamata Banerjee: ‘লোকের ভোট পাল্টে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে বলেই আমার সন্দেহ’, উত্তর চাইছেন মমতা

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 01, 2024 | 4:41 PM

Mamata Banerjee: ১৯ এপ্রিল প্রথম দফা ও ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় প্রায় ৬০ শতাংশ করে ভোট পড়ার কথা জানিয়েছিল কমিশন। আর ৩০ এপ্রিল যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, প্রথম দফায় ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে।

Mamata Banerjee: লোকের ভোট পাল্টে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে বলেই আমার সন্দেহ, উত্তর চাইছেন মমতা
ফরাক্কায় মমতা
Image Credit source: Facebook

Follow Us

মুর্শিদাবাদ: প্রথম ও দ্বিতীয় দফায় কোথায় কত শতাংশ ভোট পড়েছে, সেটা মঙ্গলবারই জানিয়েছে নির্বাচন কমিশন। সেই পরিসংখ্যান নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। বুধবার ভোট প্রচারে গিয়ে সেই ইস্যুতেই সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯ টা ৩০ মিনিট নাগাদ তথ্যটা জানতে পেরেছেন তিনি। নোটিস জারি করেছে কমিশন। এরপরই ইভিএম মেশিন নিয়েই সন্দেহ প্রকাশ করলেন মমতা।

এদিন মুর্শিদাবাদের ফরাক্কায় প্রচার মঞ্চ থেকে মমতা প্রশ্ন তোলেন, ইভিএম মেশিন কারা তৈরি করেছে? চিপ কারা তৈরি করেছে? সংখ্যাটা বাড়ল কী করে? তিনি বলেন, “কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই।” মমতার দাবি, ১৯ লক্ষ মেশিন মিসিং আছে অনেকদিন ধরে। তিনি বলেন, “লোকের ভোট পাল্টে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে। এটা আমার সন্দেহ। মানুষের সন্দেহ দূর করুন। নিরপেক্ষ হয়ে কমিশনকে কাজ করতে হবে। আর সত্যিটা জানাতে হবে। প্রতারণা হচ্ছে কি না, জানাতে হবে। ভোটেও চিটিং!”

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় কত শতাংশ ভোট পড়েছে, সেই তথ্য গতকাল, মঙ্গলবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন।   অর্থাৎ প্রায় ৬ শতাংশ করে ভোট বেড়েছে। এই বিষয়টাকেই ‘গরমিল’ হিসেবে দেখছেন বিরোধীরা। ইতিমধ্য়েই এই বিষয়ে প্রশ্ন তুলে কমিশনে চিঠিও দিয়েছে তৃণমূল।

Next Article