মুর্শিদাবাদ: ৪০ বা ৪২ ডিগ্রির গরম উপেক্ষা করেই লোকসভা কেন্দ্রগুলিতে প্রায় প্রতিদিন গিয়ে প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন মুর্শিদাবাদে জনসভা করেন তিনি। প্রথম সভা ছিল ফরাক্কায়। মঞ্চে ওঠার পর মাইক্রোফোন হাতে প্রতিদিনের মতোই বক্তব্যও শুরু করেছিলেন তিনি। কিন্তু কয়েক মিনিট পরই থেমে গেলেন। হাত থেকে রেখে দিলেন মাইক্রোফোন।
এত গরমে কেন এতদিন ধরে ভোটপর্ব চলছে, তা নিয়ে আগেও একাধিকবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও মঞ্চে উঠে সে কথা বলেন তিনি। বলেন, ‘এক মাস ধরে প্রচার চালাচ্ছি। কমিশনকে বলব, মানুষের কথা একটু ভেবে দেখলে পারতেন। শুধুমাত্র বিজেপিকে সন্তুষ্ট করার জন্য এটা করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীদের কোনও অসুবিধা হয় না। তাঁরা যে কায়দায় কর্মসূচি চালান, তাতে কোনও অসুবিধা হয় না।’
এরপরই সামনে তাকিয়ে দেখেন, বহু মানুষ বসে আছেন, যাঁদের মাথায় কোনও ছাউনি বা হ্যাঙার নেই। রোদের মধ্য়ে বসে তাঁর কথা শুনছেন তাঁরা। এই দৃশ্য দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েন মমতা। বিধায়ক ইন্দ্রনীল সেনকে ডেকে বলেন, ‘তোমরা যদি দুটো হ্যাঙার করতে না পার, তাহলে যেখানে ফাঁকা আছে, সেখানে মেয়েদের এনে বসাও।’ এরপর বলেন, ‘আগে বসাও, তারপর মিটিং করব।’ এ কথা বলে মাইক্রোফোন রেখে দেন তিনি।
তড়িঘড়ি সভায় উপস্থিত নেতা-কর্মীরা মহিলাদের ডেকে নিয়ে আসেন সামনের দিকে। তাঁদের বসার ব্যবস্থা করেন। মমতা নিজেও মাইক্রোফোন তুলে বলেন, ‘মেয়েরা সামনের দিকে চলে আসুন, গেট খোলা আছে।’ এরপর মেয়েরা মঞ্চের সামনে এসে বসেন, তারপর আবার বক্তব্য শুরু করেন মমতা।