AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: বারণ সত্ত্বেও শোনেনি BSF-এর কথা, ঠেলা বুঝল বাংলাদেশি

Murshidabad: বিএসএফ সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশি ওই যুবকের নাম সরিফুল শেখ (৩০)। বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায়। শুক্রবার তিনি মুর্শিদাবাদ জেলার সুতি থানার নিমতিতা সীমান্তবর্তী এলাকা দিয়ে এক বাংলাদেশি মাদবদ্রব্য পাচার করছিলেন।

Murshidabad: বারণ সত্ত্বেও শোনেনি BSF-এর কথা, ঠেলা বুঝল বাংলাদেশি
ফাইল ফোটোImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 12, 2025 | 3:41 PM
Share

মুর্শিদাবাদ: সন্ধে হয়েছিল। সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল ওই যুবক। কিন্তু বিএসএফ-এর নজর এড়ায়নি। ভারতের অন্দরে নিষিদ্ধ মাদকদ্রব্য প্রবেশ করানোর ধান্দা করেছিলেন। বিএসএফ বাধা দেয়। কিন্তু সেই বাধা উপেক্ষা করেই ওই যুবক প্রবেশের চেষ্টা করে। আর তারপরই গুলি চালাতে বাধ্য হন জওয়ানরা। ঘটনাটি মুর্শিদাবাদের সুতির নিমতিতা সীমান্তবর্তী এলাকায়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশি ওই যুবকের নাম সরিফুল শেখ (৩০)। বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায়। শুক্রবার তিনি মুর্শিদাবাদ জেলার সুতি থানার নিমতিতা সীমান্তবর্তী এলাকা দিয়ে এক বাংলাদেশি মাদবদ্রব্য পাচার করছিলেন। সেই সময় সীমান্তবর্তী এলাকায় কর্মরত বিএসএফ জওয়ান তাঁকে পিএজি গান দিয়ে গুলি চালায় বলে জানা যায়।

এরপরই বাংলাদেশি ওই যুবক আহত হয়ে সেখানে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে ছুটি আসে বিএসএফ-এর অধিকারিকরা তাকে গ্রেফতার করে। ধৃত যুবক আহত হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হালপাতালে ভর্তি করে বিএসএফ।

বাংলাদেশি যুবকের কাছে বেশ কিছু মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে বিএসএফ বলে জানা যায়। বিএসএফ ধৃতকে প্রাথমিক জিঞ্জাসাবাদ করে জানতে পারে বাংলাদেশি যুবক সীমান্ত পেড়িয়ে ফের মুর্শিদাবাদ এসে মাদবদ্রব্য নিয়ে আবার বাংলাদেশ যাচ্ছিল চোরা পথে। কীভাবে সীমান্ত পার করে মুর্শিদাবাদের নিমতিতা প্রবেশ করল আর কোনও উদ্দেশ্য ছিল কি না তা জানার চেষ্টা করছে বিএসএফ।