Murshidabad Chaos: মাঠের মাঝখানেই হঠাৎ হাঁসোয়ার কোপ দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলল স্ত্রী

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 03, 2023 | 4:29 PM

Murshidabad Chaos: মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত শ্রীকন্ঠপুর গ্রামের। সোমবার সকালে নরুন ইসলাম নামের এক ব্যক্তি কাজ সেরে বাড়ি ফিরছিলেন।

Murshidabad Chaos: মাঠের মাঝখানেই হঠাৎ হাঁসোয়ার কোপ দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলল স্ত্রী
এই হাসপাতালেই ভর্তি ওই ব্যক্তি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: কাজ থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই স্ত্রীর আক্রমণ স্বামীর উপর। নিজের স্বামীরই যৌনাঙ্গ কেটে নিলেন মহিলা। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসা হয় কান্দি মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত শ্রীকন্ঠপুর গ্রামের। সোমবার সকালে নরুন ইসলাম নামের এক ব্যক্তি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই তাঁর স্ত্রী নার্গিস পারভিন একটি হাঁসোয়া দিয়ে নরুনের যৌনাঙ্গ কেটে ফেলেন। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে।

যদিও ঘটনার পর শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। তবে কী কারণে নিজের স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলল স্ত্রী সেই প্রশ্নের উত্তর এখন অধরা। নরুনের বোন জানান, “আমাদের তো বৌদির সঙ্গে কোনও গণ্ডগোল ছিল না। যে এমন করবে। আমরা চাই ওর শাস্তি হোক। ভাই যেন বেঁচে যায় সেই কামনা করছি।”

 

 

Next Article