মুর্শিদাবাদ: নিমতিতা স্টেশনে বিস্ফোরণের ঘটনায় আজ চার্জশিট দিতে পারে এনআইএ। Uapa ধারায় চার্জশিট জমা পড়ার সম্ভাবনা বিশেষ এনআইএ আদালতে। ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বিস্ফোরণ (Nimtita Blast) হয়। তদন্ত শুরু করে সিআইডি। পরে তদন্তভার নেয় এনআইএ। ওই বিস্ফোরণে ২৭ জন জখম হন। তাঁদের মধ্যে বিধায়ক জাকির হোসেন ছিলেন।
১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। আরও ২২জন গুরুতর আহত হন। তদন্তভার হাতে নেয় এনআইএ। ঘটনায় শহিদুল ইসলাম নামে এক জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি এবং বেশ কিছু বৈদ্যুতিন সরঞ্জাম বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। আরও দু’জনের বাড়িতে তল্লাশি চালানো হয়।
ঘটনায় উঠে আসে সুতির তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের নাম। জানা যায়, জাকির হোসেনের সঙ্গে গোষ্ঠী কোন্দল ছিল ইমানি বিশ্বাসের। এই বিস্ফোরণের নেপথ্যে সেই বিষয়টি কাজ করে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এই নিয়ে এর আগেও একবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: ‘বেলেঘাটায় ঢুকলে জানাতে হবে পুলিশকে’, মুচলেখা দিতে হল শিক্ষক আন্দোলনের নেতাকে