Murshidabad: ঝামেলার মাঝে রেগে শ্বশুরবাড়িতেই অগ্নিসংযোগ জামাইয়ের, অভিযুক্ত-সহ দগ্ধ ৬ জন
Murshidabad: অভিযুক্তের নাম রমজান শেখ। তাঁর শ্বশুরবাড়ি বহালনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রমজানের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিবাদ রয়েছে। শুক্রবার বিকালে দিকে শ্বশুরবাড়ি যান রমজান।
মুর্শিদাবাদ: স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ। অগ্নিদগ্ধ ৬ জন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘির বাহালনগরে। অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। দগ্ধ ৩ মহিলা-সহ অন্তত ৬ জন। ঘটনাস্থলে সাগরদীঘি থানার পুলিশ গিয়ে হাসপাতালে আহতদের নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম রমজান শেখ। তাঁর শ্বশুরবাড়ি বহালনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রমজানের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিবাদ রয়েছে। শুক্রবার বিকালে দিকে শ্বশুরবাড়ি যান রমজান। পুরনো বিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। অভিযোগ, বচসার সময় হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন রমজান শেখ। বাড়িতে আগুন লাগিয়ে দেন।
আগুনে অভিযুক্ত রমজান শেখ-সহ ৬ জন দগ্ধ হয়ে যান। প্রতিবেশীরা দ্রুত এসে বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। যতক্ষণে আগুন নেভানো যায়, ততক্ষণে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁরা চিকিৎসাধীন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)