Murshidabad: তৃণমূল নেতাকে খুনের দায় রয়েছে, অস্ত্র-সহ গ্রেফতার তিন সুপারি কিলার
Murshidabad: রবিউল শেখের বিরুদ্ধে এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত এক প্রোমোটারকে পঞ্চায়েতের ভিতর মারধর করার অভিযোগ রয়েছে। ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল, তিনটি ওয়ান শাটার ফায়ার আর্মস, এবং ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

মুর্শিদাবাদ: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তৃণমূল নেতা। গ্রেফতার করা হয়েছে সুপারি কিলার। এই নেতার বিরুদ্ধে এক প্রোমোটারকে মারধর করার অভিযোগ উঠেছিল পঞ্চায়েত অফিসের ভেতরে। সোমবার রাতে নওদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার বলাইচণ্ডীঘাট এলাকায় একটি সন্দেহভাজন বাইক আটকে তল্লাশি চালায়। তাতেই উদ্ধার আগ্নেয়াস্ত্র। তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আক্তার শেখ , সামিরুল সেখ, রবিউল শেখ। তাঁদের বাড়ি নওদা থানার টুঙ্গি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিউল শেখের বিরুদ্ধে এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত এক প্রোমোটারকে পঞ্চায়েতের ভিতর মারধর করার অভিযোগ রয়েছে। ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল, তিনটি ওয়ান শাটার ফায়ার আর্মস, এবং ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে ২০২১ সালে ও ২০২৩ সালে একাধিক খুনের অভিযোগও রয়েছে।
এলাকারই এক তৃণমূল নেতাকে খুনেরও অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। ভয় দেখিয়ে তোলাবাজি, টাকা নিয়ে খুন অর্থাৎ সুপারি কিলার হিসাবে কাজ করতেন ধৃতরা। পুলিশ একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

