মুর্শিদাবাদ: ‘ভয়ঙ্কর রূপ হবে’…’এ দিক ওদিক করতে পারবেন না’ ঠিক এইভাবেই হুমকি দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের বিরুদ্ধে। তাও আবার কাকে হুমকি দিলেন? এক মহিলা পঞ্চায়েত প্রধানকে। নাম না করে কার্যত তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকি তৃণমূল এই প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলায়।
ঠিক কী ঘটেছে?
সোমবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খানের বিরুদ্ধে ভগবানগোলায় রেলের জমিতে বসবাসকারী উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান ও ভগবানগোলা উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর রেয়াত হোসেন সরকার। সেই সভা থেকেই কার্যত নাম না করে হাবাসপুর পঞ্চায়েতের প্রধান তসলিমা বিবিকে হুমকি দেন বলে অভিযোগ।
কী বলেছেন তৃণমূল প্রার্থী?
একজন নির্বাচিত সদস্য আছেন দলের সঙ্গে গাদ্দারি করেছেন। বেইমানি করে অন্য দলের সঙ্গে মিশে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তাঁকে বলব, তুমি সাবধান হয়ে যাও, নির্বাচনের পর ভয়ঙ্কর রুপ হবে আমাদের। সেদিন কিন্তু তুমি চেষ্টা করেও আর এদিক ওদিক করতে পারবে না। সাতদিন সময় আছে। যদি বশ্যতা স্বীকার না করেন,ফের দলে আসেন তাহলে তাঁর ব্যবস্থা আমরা নির্বাচনের পর দলগত ভাবে নেব।
প্রসঙ্গত, হাবাসপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১৭ আসনের মধ্যে সিপিএম ও কংগ্রেস মিলে ৮টি আসনে জয়ী হয়েছিল। ন’টি আসন পেয়েছিল তৃণমূল । পঞ্চায়েত প্রধান গঠন করেছিল তৃণমূল। সেই প্রধান পরে কংগ্রেসের যোগদান করেন।
এ প্রসঙ্গে তসলিমার স্বামী ” আমরাই ঠিক করব কাকে-প্রধান উপপ্রধান করলে পঞ্চায়েত সঠিকভাবে চলবে। আমরা ৯ জন সদস্য সম্মানের সঙ্গে যাতায়াত করতে পারব। কিন্তু উনি সেটা করতে দেননি।” পাল্টা আবার আবু তাহের বলেন, “পঞ্চায়েত ভোটে আমরা টিকিট দিয়ে জিতিয়েছি। তিনি আজ বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করছেন। তাই তাঁর কাছে বার্তা দিয়েছি আগামী সাতদিন তোমার জন্য দলের দরজা খোলা আছে। নাহলে ভোটের পর দেখা হবে।”