বহরমপুর: আরজি কর কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন। বাড়ি থেকে বেরনোর পর মেয়ের খোঁজ না পেলে উদ্বিগ্ন হয়ে পড়ছেন অভিভাবকরা। এবার এক অভিনব ব্যবস্থা চালু করল মুর্শিদাবাদের কলেজ। অ্যাপ থেকেই অভিভাবকরা চেক করে নিতে পারবেন, তাঁদের সন্তান ক্লাসে পৌঁছলেন কি না, কলেজে পৌঁছে ক্লাস করছেন না কি ক্যাম্পাসে ঘুরে-বেড়াচ্ছেন, সেটাও বোঝা যাবে ওই অ্যাপ থেকেই। নিরাপত্তার কথা ভেবে এমন অ্যাপ চালু করেছে কলেজ কর্তৃপক্ষ।
বহরমপুর গার্লস কলেজে এই অ্যাপের উদ্বোধন করা হয়েছে। ছাত্রীরা কলেজে প্রবেশ করলেই পরিবারের লোকজন জানতে পারবেন তাঁদের মেয়ে কলেজে প্রবেশ করেছেন। অভিভাবকরাই শুধু নয়, ম্যানেজমেন্ট অর্থাৎ কর্তৃপক্ষও সবটা জানতে পারবে। বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে বুধবার দুপুরে এই অ্যাপের উদ্বোধন করা হয়।
এই অ্যাপের নামকরণ করা হয়েছে বিজিসি অ্যাপ। এই অ্যাপে হাতের কাছে সমস্ত তথ্য পাওয়া যাবে। এর মাধ্যমে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ছাত্রীদের আরও ক্লাসমুখী করা সম্ভব হবে বলে মনে করছেন অধ্যাপকরা।
বহরমপুর গার্লস কলেজের কো-অর্ডিনেটর ভাস্কর মহানায়ক বলেন, “কলেজের গুণমান আরও বাড়াতে হবে। আমরা খতিয়ে দেখি, অন্যান্য দেশে কী কী করা হচ্ছে, আমাদের কলেজ কোথায় পিছিয়ে আছে। গ্যাপ অ্যানালিসিস করা হয়। পুরনো ব্যবস্থার পাশাপাশি আরও আধুনিক ব্যবস্থা চালু করা হচ্ছে।” পড়ুয়ারা কতটা শিখছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। অধ্যক্ষা হেনা সিনহা উল্লেখ করেন, এই অ্যাপ চালু হলে ছাত্রী থেকে অধ্যাপক, কর্মীদের সব তথ্য পাওয়া যাবে এই অ্যাপ থেকে। ডেটা ব্যাঙ্ক তৈরি করার জন্যই এই অ্যাপ গুরুত্বপূর্ণ।