Cancer Treatment: আয়ুর্বেদেই করবে ক্যানসার দমন! বড় উদ্যোগ বালুরঘাটে

Cancer Treatment: ২০১৮ সাল পর্যন্ত বালুরঘাট জেলা হাসপাতালে আয়ুর্বেদ বিভাগ ছিল। মিলছিল চিকিৎসা পরিষেবা। এরপর চিকিৎসক বদলি হওয়ায় নতুন করে এই হাসপাতালে আয়ুর্বেদ চিকিৎসক দেওয়া হয়নি। যার ফলে হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসা পেতেন না রোগীরা।

Cancer Treatment: আয়ুর্বেদেই করবে ক্যানসার দমন! বড় উদ্যোগ বালুরঘাটে
হয়ে গেল উদ্বোধন Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 8:35 PM

বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে চালু হল আয়ুর্বেদ পদ্ধতিতে মারণ রোগ ক্যানসারের চিকিৎসা। বুধবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়ুর্বেদ ক্লিনিকের শুভ উদ্বোধন করা হল। এদিনের উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সুদীপ দাস, স্বাস্থ্য ভবনের ডেপুটি ডিরেক্টর তাপস রায়, জেলা হাসপাতালের সুপার কৃষেন্দু বিকাশ বাগ সহ অন্যান্য নেতৃত্বরা। 

শুধু ক্যানসার নয়, অন্যান্য জটিল চিকিৎসাও হবে আয়ুর্বেদ মতে। ইতিমধ্যেই একজন চিকিৎসক বালুরঘাট জেলা হাসপাতালে কাজে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে। এসেছে ওষুধ-সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী। সপ্তাহে তিনদিন এই পরিষেবা পাবেন রোগীরা।

২০১৮ সাল পর্যন্ত বালুরঘাট জেলা হাসপাতালে আয়ুর্বেদ বিভাগ ছিল। মিলছিল চিকিৎসা পরিষেবা। এরপর চিকিৎসক বদলি হওয়ায় নতুন করে এই হাসপাতালে আয়ুর্বেদ চিকিৎসক দেওয়া হয়নি। যার ফলে হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসা পেতেন না রোগীরা। প্রায় ছয় বছর পর স্বাস্থ্য দফতরের তরফ থেকে আয়ুর্বেদিক বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া হয়েছে বালুরঘাট। বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরেই থাকা সুপার স্পেশালিটি হাসপাতালের তিন তলায় খোলা হয়েছে আয়ুর্বেদ বিভাগ। চিকিৎসার পাশাপাশি বিনা পয়সায় ওষুধও হাসপাতাল থেকেই পাবেন রোগীরা। সরকারের এই নতুন উদ্য়োগে খুশি রোগী থেকে রোগীর পরিজনেরাও। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)