South Dinajpur: ‘স্কুলে যেতেই আমার মেয়েকে জোর করে…’, বিস্ফোরক অভিযোগ ক্লাস ফাইভ ছাত্রীর মায়ের

South Dinajpur: যে দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে তাঁর বাড়ি স্কুল সংলগ্ন এলাকাতেই। তাঁর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে প্রতিবেশীরা। ঘটনা প্রসঙ্গে, নির্যাতিতার মা বলেন, “ও দোকানে বেল্ট কিনতে গিয়েছিল।

South Dinajpur: ‘স্কুলে যেতেই আমার মেয়েকে জোর করে…’, বিস্ফোরক অভিযোগ ক্লাস ফাইভ ছাত্রীর মায়ের
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2024 | 6:40 PM

পতিরাম: ফের নারী নির্যাতন। এবার দক্ষিণ দিনাজপুরের পতিরাম। স্কুলে এসে যৌন হেনস্থার শিকার নাবালিকা। সূত্রের খবর, স্কুলে ব্যাগ রেখেই পাশের দোকানে বেল্ট কিনতে গিয়েছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, দোকানে একা পেয়ে ছাত্রীকে বেল্ট দেওয়ার নাম করে বাড়িতে নিয়ে যায় দোকানের মালিক। সেখানেই তাঁর উপর নির্যাতন চালানো হয়। কোনওরকমে সেখান থেকে স্কুলে পালিয়ে আসে ওই ছাত্রী। ঘটনার কথা খুলে বলে শিক্ষক-শিক্ষিকাদের। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

এরইমধ্যে স্কুল থেকে খবর দেওয়া হয় অভিভাবকদের। খবর যায় পুলিশের কাছে। পতিরাম থানায় নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই দ্রুত অ্য়াকশন নেয় পুলি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। 

যে দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে তাঁর বাড়ি স্কুল সংলগ্ন এলাকাতেই। তাঁর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে প্রতিবেশীরা। ঘটনা প্রসঙ্গে, নির্যাতিতার মা বলেন, “ও দোকানে বেল্ট কিনতে গিয়েছিল। কিন্তু বাড়িতে নিয়ে গিয়েছিল ওকে। ওখানে নিয়ে গিয়েই কুকর্ম করেছে। জোর করে জড়িয়ে ধরেছে। কোনওমতে মেয়ে ওর হাত থেকে পালিয়ে বাঁচে। আমরা ওই লোকের শাস্তি চাই।” ঘটনায় সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বলছেন, “মেয়েটা বেল্ট কিনতে গিয়েছিল দোকানে। কিন্তু বেল্ট নেই বলে ওকে বাড়িতে নিয়ে যায়। ঘরের মধ্যে ঢুকিয়ে চেপে ধরে। মেয়েটা কোনওমতে ওর হাত ছাড়িয়ে কাঁদতে কাঁদতে স্কুলে পালিয়ে আসে। তারপরই আমাদের জানায়।”