Murshidabad: কাজ খুঁজতে হায়দ্রাবাদে গিয়েছিলেন, ফেরার পথে এবার নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক
Murshidabad: নিখোঁজ হওয়া পরিযায়ী শ্রমিকের নাম সাবদুল শেখ। তিনি মুর্শিদাবাদের সুতির ডিহিগ্রামের বাসিন্দা। জুলাই মাসের ২৩ তারিখ হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়ে ২৫ তারিখ সেখানে পৌঁছন।

মুর্শিদাবাদ: কেউ বলছেন ‘নগ্ন করে রেখেছিল’, কেউ আবার বলছেন, ‘থানার বাথরুম পরিষ্কার করানো হয়েছে’, আকছাড় ভিন রাজ্যে কাজে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার অত্যাচারের খবর প্রকাশ্যে আসছে। এই অবস্থায় এবার অভিযোগ এল নিখোঁজ হয়ে গিয়েছেন পরিযায়ী শ্রমিক। হায়দরাবাদে কাজে গিয়েও সেখানে কাজ না পাওয়ার অভিযোগ। তারপর বাড়ি ফিরে আসার পথে নিখোঁজ।
নিখোঁজ হওয়া পরিযায়ী শ্রমিকের নাম সাবদুল শেখ। তিনি মুর্শিদাবাদের সুতির ডিহিগ্রামের বাসিন্দা। জুলাই মাসের ২৩ তারিখ হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়ে ২৫ তারিখ সেখানে পৌঁছন। কাজ না পেয়ে পুনরায় ২৬ তারিখ বাড়ি ফেরার জন্য ট্রেন ধরলেও এখনো পর্যন্ত ফিরে আসেননি তিনি। ২৬ তারিখ থেকেই ফোন বন্ধ। কোনও ভাবেই যোগাযোগ করা যায়নি তাঁকে। স্বাভাবিক কারণেই উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই সন্তান। দুশ্চিন্তায় রয়েছে পরিবার। স্বামীর অপেক্ষায় রয়েছে স্ত্রী ও পরিবার।
নিখোঁজ ব্যক্তির স্ত্রী বলেন, “২৩ তারিখ কাজের খোঁজে গিয়েছিল। রাজমিস্ত্রির কাজে সেখানে যায়। এরপর থেকে আর ফোনে যোগাযোগ করতে পারিনি। বুঝতে পারছি না।”

