TMC Worker Murder: ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, মৃত্যুর আগে চিনিয়ে গেলেন অভিযুক্তদের
Murshidabad: জানা গিয়েছে, ২১ জুলাই সন্ধ্যায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতী প্রতীতের উপর চড়াও হয়। তাঁর মাথায় ও দেহের একাধিক জায়গায় আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

মুর্শিদাবাদ: গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুরে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে ফের খুন। এবারের ঘটনাস্থল মুর্শিদাবাদের রেজিনগর। মৃতের নাম প্রতীত পাল। তাঁর বাড়ি রেজিনগরের উত্তর কলোনি এলাকায়।
জানা গিয়েছে, ২১ জুলাই সন্ধ্যায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতী প্রতীতের উপর চড়াও হয়। তাঁর মাথায় ও দেহের একাধিক জায়গায় আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। ছয়জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রেজিনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ব্লক তৃণমূল সভাপতি রেজিনগর মঞ্জুর শেখ বলেন, “উনি তৃণমূলের বুথ সভাপতি। টোটো নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী আক্রমণ করে। তারপর শাবল নিয়ে আঘাত করে পালিয়ে যায়। তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে অভিযুক্তদের কয়েকজনকে চিনিয়ে দিয়েছেন প্রতীত।” বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেন, “এই জুলাই মাসেই তৃণমূলের ছ’জন মারা গেলেন। এদের ক্ষেত্রে ধরাও পড়লেন তৃণমূল কর্মী। আর রেজিনগরে এখনও আমাদের শক্তিশালী সংগঠন নেই। আর এই পরিস্থিতিতে মানুষকে মারার কোনও চিন্তাভাবনা বিজেপি করবে না। অযথা দলকে কালিমালিপ্ত করছে।”

