মুর্শিদাবাদ : তৃণমূলের অঞ্চল সভাপতি খুন হওয়ার পর রাতে ফের গুলি চলল মুর্শিদাবাদে। এবার নিশানায় কংগ্রেস প্রার্থীর বাবা। মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত হজবিবিডাঙ্গা গ্ৰামেই ফের গুলি চলে বৃহস্পতিবার রাতে। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রমজান শেখ। তাঁর বাবাকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহতের নাম মেহেরুল শেখ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, চায়ের দোকানে বসে ছিলেন মেহরুল শেখ। সেই সময় অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, কংগ্রেস করার জন্য তাঁদের নিশানা করেছে তৃণমূল। আহত ব্যক্তির এক আত্মীয় জানান, বাড়িতে গিয়ে প্রথমে হুমকি দেওয়া হয়েছিল। ১০ মিনিট পর আরও লোক জোগাড় করে দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ।
অন্যদিকে, মুর্শিদাবাদের নবগ্রামে শুক্রবার বনধের ডাক দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। ভোট প্রচারে বেরিয়ে বৃহস্পতিবার গুলিতে খুন হন মুর্শিদাবাদের তৃণমূল অঞ্চল সভাপতি মোজাম্মেল হক। নবগ্রাম থানার পাঁচগ্রামের এই হজবিবিডাঙা এলাকাতেই ঘটনাটি ঘটেছিল। মৃত নেতা সাহেবনগরের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। এই ঘটনায় বিরোধী অর্থাৎ বাম, কংগ্রেস ও বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। এই ঘটনার জেরে শুক্রবার নবগ্রামে বনধের ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বনধে সাড়া দেবে।