Mushidabad: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
Mushidabad: পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে একটি ৭.৬২ এম এম দেশি পিস্তল ও একটি দেশি পাইপ গান , একটি ম্যাগাজিন, ও মোট সাত রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম লিটন শেখ, সৈয়দ সরকার।

মুর্শিদাবাদ: সীমান্তে কড়া প্রহরায় বিএসএফ। পাল্লা দিয়েছে রয়েছে রাজ্য পুলিশও। ভারত-বাংলাদেশ সীমান্তে চলছে লাগাতার নজরদারি। এর মধ্য়েই আবার সীমান্ত থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ভারত বাংলাদেশের সাগরপাড়া সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে একটি ৭.৬২ এম এম দেশি পিস্তল ও একটি দেশি পাইপ গান , একটি ম্যাগাজিন, ও মোট সাত রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম লিটন শেখ, সৈয়দ সরকার। এদের বাড়ি সাহেবনগর এলাকায় ও হুমায়ুন কবিরের বাড়ি ধনিরামপুর এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সাগরপাড়া থানা পুলিশ জয়পুর মাঠ এলাকায় তিনজনকে আটক করে। তারপর তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপর তাদের গ্রেফতার করে। এর সঙ্গে আর কে বা কারা জড়িত তদন্তে পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ বহরমপুরের আদালতে তোলা হবে।

