Samserganj Jangipur By Election: বেলা ১১ টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোট পড়ল ৪০ শতাংশের ওপর, জঙ্গিপুরে ৩০ শতাংশ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 30, 2021 | 12:54 PM

Samserganj Jangipur By Election: মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিভিন্ন দলের প্রার্থীদের অকাল প্রয়াণ ঘটেছিল। যার জেরে এই দুই আসনেও ভোট হয়নি।

Samserganj Jangipur By Election: বেলা ১১ টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোট পড়ল ৪০ শতাংশের ওপর, জঙ্গিপুরে ৩০ শতাংশ
জঙ্গিপুরে জমায়েত সরাচ্ছে কেন্দ্রীয় বাহিনী (নিজস্ব চিত্র)

Follow Us

মুর্শিদাবাদ: আজ, প্রেস্টিজ ফাইট ভবানীপুর। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ (Samserganj) ও জঙ্গিপুরে (Jangipur) নির্বাচন। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিভিন্ন দলের প্রার্থীদের অকাল প্রয়াণ ঘটেছিল। যার জেরে এই দুই আসনেও ভোট হয়নি। কমিশনের নির্দেশে, আজ ওই দুই কেন্দ্রেও উপনির্বাচন। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণ হচ্ছে ভোট।

জঙ্গিপুর:  নৌকা বিহারে জঙ্গিপুরে বিজেপি প্রার্থী সুজিত দাস। সকাল থেকে বিভিন্ন বুথে ঘোরেন। সকালে তাঁকে ফলের দোকানেও দেখা যায়। এরপর রঘুনাথগঞ্জ সদর ফেরিঘাট ভাগিরথীতে ফুরফুরে মেজাজে নৌকা বিহারে প্রার্থী।

সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটের হার: বেলা ১১ টা পর্যন্ত সামশেরগঞ্জ বিধানসভায় ভোট পড়েছে ৪০.২৩ শতাংশ। জঙ্গিপুর কেন্দ্রে ৩৬.১১ শতাংশ।

জঙ্গিপুর: সৌজন্যর ছবি জঙ্গিপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুজিত দাস ও তৃণমূল প্রার্থী জাকির হোসেনের মধ্যে। জাকির হোসেন তাঁর প্রতাপনগরের বাড়িতে ঢুকছিলেন। সেই সময় বিজেপি প্রার্থী আসছিলেন উল্টো দিক থেকে। দুজনে মুখোমুখি হলে বাক্য বিনিময় হয় ও ভোট পরিস্থিতি নিয়ে কিছুটা আলোচনাও হয়।

সামসেরগঞ্জ: ধূলিয়ান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূলের কো অর্ডিনেটের হাবিবুর রহমান ওরফে জোহরকে লাথি মারার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তৃণমূল কো অর্ডিনেটরকে লাথি মারার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

সামসেরগঞ্জ: তৃণমূলের কাউন্সিলরের ওপর হামলা। মুক্তা কবির ওরফে কালুর মাথা ফাটানোর অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ধুলিয়ান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ২৭ ২৮ ২৯ নম্বর বুথের ঘটনা। আতঙ্কে ঘরবন্দি তৃণমূলের কো অর্ডিনেটর কালু ওরফে মুক্তা কবির। প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।

জঙ্গিপুর: ভোটের দিনে অন্য ছবি জঙ্গিপুরে। ভোটের দিনে ফল বাজারে ফল কিনতে ব্যস্ত জঙ্গিপুরের বিজেপি প্রার্থী সুজিত দাস।

ফলের দোকানে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী সুজিত দাস

সামসেরগঞ্জ: তৃণমূলের স্টিকার লাগানো টোটোতে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে এসে প্রভাবিত করার অভিযোগ বিরোধীদের।। সামশেরগঞ্জ বিধানসভার মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৪৯, ১৪৯ এ ও ১৫০ ,১৫০ এ নম্বর বুথের ঘটনা।

সামসেরগঞ্জ: ভোটকেন্দ্রের একশো মিটারের মধ্যে, সামশেরগঞ্জে তৃণমূলের বুথ অফিসের সামনে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। সেই অভিযোগ নস্যাত্ করল কমিশন। সামসেরগঞ্জে নকল ইভিএম ছিল না। ডামি শিট দেখাচ্ছিলেন তৃণমূল কর্মী। কিন্তু আজ কোনওভাবে প্রচার চলতে পারে না। সেই বিষয়ে সতর্ক করল কমিশন।

সামসেরগঞ্জ: সামসেরগঞ্জে বুথের মধ্যে ঝামেলার অভিযোগ জেলা পরিষদের তৃণমূল সদস্য আনারুল হক গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার তৃণমূল নেতা

জঙ্গিপুর: জঙ্গিপুরে বুথের সামনে অবৈধ জমায়েত। আহিরন চাঁইপাড়া প্রাথমিক বিদ্যালয় ২৫,২৬নম্বর বুথে জমায়েত সরায় কেন্দ্রীয় বাহিনী।

সামসেরগঞ্জ: সামসেরগঞ্জে ১৭২নম্বর বুথে তৃণমূল প্রার্থী ভোট দিতে বলেছেন। রিপোর্ট তলব কমিশন।

সামসেরগঞ্জ: বুথের মধ্যে ভোটের লাইনে মাস্ক বিলি স্থানীয় কংগ্রেস নেতার। মাস্কের বদলে কংগ্রেসকে ভোট দিতে বলছেন তিনি। ক্যামেরা দেখতেই পুলিশের তাঁকে সরানোর চেষ্টা। সামসেরগঞ্জের ৬৪,৬৫,৬৬ নম্বর বুথের ঘটনা।

জঙ্গিপুর: জঙ্গিপুর ১২৬ নং বুথ কাজিনজরুল অ্যাকাডেমিতে ইভিএম খারাপ।

জঙ্গিপুর: ৬৫ নম্বর বুথে তৃণমূলের এজেন্টকে বাধা। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

জঙ্গিপুর: ইভিএম খারাপ, তারমধ্যে টানা ঝিরঝিরে বৃষ্টি। ভোটের লাইনে দাঁড়িয়ে ক্ষোভ ভোটারদের।

প্রেক্ষাপট

জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র

মোট বুথ কেন্দ্রের সংখ্যা – ৩৬৩
মোট ভোটার সংখ্যা- ২৫৪৭১৫।
পুরুষ ভোটার – ১,২৯৪০৪
মহিলা ভোটার- ১,২৫৩০৫
জঙ্গিপুরে মোতায়েন রয়েছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন, বিজেপি প্রার্থী সুজিত দাস, আরএসপি প্রার্থী জানে আলম মিঞা।

সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে

মোট বুথ কেন্দ্রের সংখ্যা -৩২৯
মোট ভোটার সংখ্যা ২,৩৫৫১১
পুরুষ ভোটার – ১,১৫২৩৭
মহিলা ভোটার- ১,২০২৭২
সামসেরগঞ্জে মোতায়েন রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম। কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। সিপিআই(এম) প্রার্থী মোদাশ্বার হোসেন ও বিজেপি প্রার্থী মিলন ঘোষ।

উল্লেখ্য়, বিধানসভা নির্বাচন আবহে, গত ১৫ এপ্রিল এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার পরের দিনই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয় করোনাতেই। সামশেরগঞ্জে নির্বাচন হওয়ার কথা ছিল ২৬ এপ্রিল। কিন্তু প্রার্থীর মৃত্যু ঘটায় নির্বাচন স্থগিত হয়। পরে গত ১৩ মে ওই কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু, সেদিন ইদ উত্‍সব থাকায় সংখ্য়ালঘুরা ভোট দিতে অস্বীকার করেন। ফলে থমকেই ছিল নির্বাচন।

কমিশনের তরফে বলা হয়েছে যে কড়া কোভিডবিধি মেনেই এই ভোট হবে। বৃষ্টিতে ভোট করাতে তত্পর কমিশনও। নির্বাচন কমিশনের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ইভিএম, মেশিন, সমস্ত সামগ্রী প্লাস্টিকে মুড়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। ভোটারদের জন্য বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে। কেউ যাতে তড়িতাদহ না হন, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। সমস্ত নির্দেশিকা মানতে বলা হয়েছে নির্বাচনী আধিকারিকদের। ভোটের গণনা ও ফলাফল প্রকাশের দিন স্থির করা হয়েছে আগামী ৩রা অক্টোবর।

আরও পড়ুন: Suvendu Adhikari: হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর নবান্ন মিলে মিশে এক, ‘কমিশন কি ঘুমোচ্ছে?’, কীসে বিরক্ত শুভেন্দু?

আরও পড়ুন: Bhabanipur bypolls 2021 LIVE Updates: আজ ভবানীপুরে ‘প্রেস্টিজ ফাইট’, সকাল থেকেই ময়দানে বিজেপি প্রার্থী

Next Article