WB Panchayat Polls 2023: টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগ হুমায়ুনের, শুনে কী বললেন শাওনি

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Jun 21, 2023 | 9:43 PM

WB Panchayat Polls 2023: ইতিমধ্য়েই জেলা তৃণমূলের সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রির অভিযোগ করেছিলেন হুমায়ুন। যা নিয়ে বিস্তর জলঘোলা হয় জেলার রাজনৈতিক মহলে।

WB Panchayat Polls 2023: টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগ হুমায়ুনের, শুনে কী বললেন শাওনি
শাওনির বিরুদ্ধে কী অভিযোগ করেছিলেন হুমায়ুন?

Follow Us

মুর্শিদাবাদ: ৭২ ঘণ্টার মধ্যে জেলার সাংগঠনিক সভাপতি শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে পদক্ষেপ না করলে, অপসারিত না করা হলে তাঁরা ‘ভেবে’ দেখবেন বলে জানিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। যদিও কী ভেবে দেখবেন তা স্পষ্ট করেননি। এদিকে তাঁর সঙ্গে শাওনির সম্পর্কটা যে ভাল নয়, তা পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) রণদামামা বাজতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এরইমধ্যে শাওনি দেবীর অপসারণের দাবি করে মঙ্গলবারই বহরমপুরে জেলা তৃণমূল (Trinamool Congress) কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন। যদিও সেই সময় শাওনি দেবীকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি। অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন তিনি। 

প্রসঙ্গত, ইতিমধ্য়েই জেলা তৃণমূলের সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রির অভিযোগ করেছিলেন হুমায়ুন। স্পষ্ট বলেছিলেন, “জেলা সভাপতির আসনে বসে তৃণমূলকে ব্যবহার করে শাওনি সিংহ রায় ব্যবসা শুরু করেছেন। ভরতপুর বিধানসভার অন্তর্গত দুজন ব্লক সভাপতির সঙ্গে কোটি কোটি টাকার ডিল করে এক একজন পঞ্চায়েতের প্রার্থীর কাছ থেকে কম করে ২ লক্ষ টাকা তুলেছেন।” তাঁর এ মন্তব্য নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছিল জেলা তৃণমূলের অন্দরে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাওনি সিংহ রায়। 

শাওনি সিংহ রায় বলছেন, “আজ ২৫ বছর হয়ে গিয়েছে আমি মুর্শিদাবাদের বুকে রাজনীতি করছি। এখানকার মানুষ জানে আমি কীরকম। আমার রাজনৈতিক জীবনে এ ধরনের কোনও কলঙ্ক নেই। তাই কে কী বলছে তাতে কিছু এসে যায় না। তবে খারাপ অবশ্যই লাগছে। ও যে ধরনের আচরণ করছে তাতে আমরা মর্মাহত। আমি ইতিমধ্যেই এ বিষয়ে তদন্ত করার জন্য দলকে জানিয়েছি। আর তা ছাড়া দল আমাদের যেভাবে বলেছে সেভাবেই প্রার্থী তালিকা ঘোষণা করেছি।”

Next Article