Sukanta Majumdar: ‘ছেলেকে ডাক্তার-ইঞ্জিনিয়র বানান, তবে তার আগে ভাল হিন্দু বানান’

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 19, 2025 | 2:05 PM

Sukanta Majumdar: বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, "ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়র যা বানানোর বানান। কিন্তু আগে ভাল হিন্দু বানান। যে নিজে ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারাল অস্ত্র রাখুন। নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে ডাক্তার ব্যারিস্টার যাই হোক ফুটে যাবে।"

Sukanta Majumdar: ছেলেকে ডাক্তার-ইঞ্জিনিয়র বানান, তবে তার আগে ভাল হিন্দু বানান
সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ বারেবারে উঠে আসছে। কখনও তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কখনও বা মারধর করা হচ্ছে। আর হিন্দুদের উপর কট্টরপন্থীদের এই অত্যাচারের বিরুদ্ধে সরব এ বিজেপি। এই আবহের মধ্যেই এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখার নিদান দিলেন তিনি। সন্তানদের ডাক্তার-ইঞ্জিনিয়র বানালেও এমন তৈরি করতে হবে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত থাকবে।

বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, “ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়র যা বানানোর বানান। কিন্তু আগে ভাল হিন্দু বানান। যে নিজে ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারাল অস্ত্র রাখুন। নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে ডাক্তার ব্যারিস্টার যাই হোক ফুটে যাবে। উদ্বাস্তু হয়ে অন্য কোথাও যেতে হবে তাকে। নিজের ধর্ম রক্ষার অধিকার সকলের আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না। হিন্দু সমাজ কাউকে আক্রমণ করতে যায় না। তবে আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার আছে আমাদের।”

অপরদিকে,  ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, “সুকান্তবাবুর এক মুহূর্তের জন্য কেন্দ্রের শিক্ষামন্ত্রী হিসাবে থাকা উচিত নয়। ওঁকে বরখাস্তের দাবি জানাচ্ছি। শিক্ষিত মানুষ হয়ে বাড়িতে অস্ত্র রাখতে নিদান?”

Next Article