বিহারের পূর্ণিয়ায় চলে গিয়েছে ট্যাবের টাকা! পরপর দুটি মামলা ইসলামপুরে
যে ১৭টি বিদ্যালয়ের প্রায় চার হাজার ছাত্র দু'বার করে ট্যাবের টাকা পেয়েছে তাদের মধ্যে প্রায় ৩০ শতাংশ টাকা ছাত্ররা ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছে বলে জেলা প্রশাসন জানতে পেরেছে। সেই টাকা কীভাবে উদ্ধার করা যায়, সেটাও জেলা প্রশাসন খতিয়ে দেখছে বলে জানিয়েছেন, জেলা প্রশাসনের এক শীর্ষকর্তা।
মুর্শিদাবাদ: এবার ট্যাবের টাকা গেল বিহারের পূর্ণিয়ায়। ট্যাবের টাকার নাম এন্ট্রির সময় অর্থাৎ গত জুলাই-অগস্ট মাসেই পোর্টাল হ্যাক হয়ে গিয়েছিল বলে সূত্রের খবর। মুর্শিদাবাদে আবারও সামনে এল একই অভিযোগ। ইসলামপুরের দুটি স্কুলে উঠেছে একই অভিযোগ।
চক ইসলামপুর এসসিএম হাই স্কুল ও ট্যাকা রায়পুর হাই স্কুলে এই অভিযোগ উঠেছে। এই দুটি স্কুলের পাঁচজন ছাত্রের টাকা চলে গিয়েছে অন্যত্র। দুটি স্কুলেরই প্রধান শিক্ষক ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। চক ইসলামপুর এসিএম হাই স্কুলের তিনজন ছাত্রের ট্যাবের টাকা বিহারের পূর্ণিয়ার কোনও একজনের অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ। এই দুটি অভিযোগে আলাদাভাবে দুটি মামলা করেছে ইসলামপুর থানার পুলিশ এবং সেই মামলা দুটি বহরমপুর সাইবার ক্রাইম থানায় পাঠানো হয়েছে।
অন্যদিকে, যে ১৭টি বিদ্যালয়ের প্রায় চার হাজার ছাত্র দু’বার করে ট্যাবের টাকা পেয়েছে তাদের মধ্যে প্রায় ৩০ শতাংশ টাকা ছাত্ররা ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছে বলে জেলা প্রশাসন জানতে পেরেছে। সেই টাকা কীভাবে উদ্ধার করা যায়, সেটাও জেলা প্রশাসন খতিয়ে দেখছে বলে জানিয়েছেন, জেলা প্রশাসনের এক শীর্ষকর্তা। জুলাই-অগস্ট মাসে পোর্টালে নাম তোলার সময় অবৈধভাবে কিছু নাম ঢুকে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল আগেই। সেই সময় শিক্ষা দফতরকেও জানানো হয়েছিল বিষয়টি। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।