রেজিনগর: শক্তিপুর ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনা। নৌকায় রোগী পারাপারের সময় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গঙ্গারঘাটে গিয়ে পড়ল অ্যাম্বুল্যান্স। চালক বের হতে পারলেও, বের হতে পারেননি রোগী। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর।
কী হয়েছিল?
আজ দুপুর দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল রেজিনগর থানার শক্তিপুর গঙ্গার ঘাট। জানা গিয়েছে, ওই এলাকার মানুষজনের বেলডাঙায় আসার একটি মাত্র মাধ্যমই হল এই ফেরিঘাট। আজ দুপুরে রোগী সমেত একটি অ্যাম্বুল্যান্সকে নদী পারাপারের জন্য নৌকায় ওঠানো হচ্ছিল। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা থেকে উল্টে পড়ে যায় অ্যাম্বুল্যান্স।
এবার অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা রোগী বেরিয়ে আসতে পারেননি । মৃতের নাম সারথি মণ্ডল (৬০)। চিকিৎসার জন্যই তাঁকে অন্য পাড়ে নিয়ে আসা হচ্ছিল। তবে প্রাণে বেঁচে যান গাড়ির চালক। অ্যাম্বুল্যান্স জলে পড়তেই তিনি বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।
এদিকে প্রশ্ন উঠছে যোগাযোগ ব্যবস্থা নিয়ে। শক্তিপুর থেকে বেলডাঙা আসার জন্য সড়কপথ রয়েছে। কিন্তু দীর্ঘ প্রায় তিরিশ কিলোমিটার ঘুর পথে সেখানে আসতে হয়। এবার বেলডাঙা স্বাস্থকেন্দ্রে নিয়ে যেতে হলে তৎক্ষণাত রোগীর পরিবার চেষ্টা করেন যাতে নৌকায় নিয়ে যাওয়া যায়। কারণ নৌকা পারাপার করলেই খুব সহজে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানো যায়।
স্থানীয় এক এলাকাবাসী বলেন, “আজকে দুপুর দুটো নাগাদ একটি অ্যাম্বুল্যান্সকে নৌকায় ওঠানো হয়। গাড়ির ভিতরে রোগী ছিলেন। ওনার সঙ্গে আরও তিনজন ছিলেন। তারা বাইরে ছিলেন। এবার চালক যখন গাড়ি চালানো শুরু করেন নৌকায় ওঠানোর জন্য সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সটান পড়ে যায় জলে। তারপরই মৃত্যু হয় ওই মহিলা।”
আরও পড়ুন: Katwa: মুখ্যমন্ত্রীর দেওয়া ট্যাবে দিনরাত মজে ছেলে, বাবা-মার বকুনিতে নিল চরম পদক্ষেপ!
আরও পড়ুন: South 24 pargana: খাঁচা পেতে বাঘ ধরার চেষ্টা ব্যর্থ! এবার আসরে নামল দমকল
রেজিনগর: শক্তিপুর ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনা। নৌকায় রোগী পারাপারের সময় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গঙ্গারঘাটে গিয়ে পড়ল অ্যাম্বুল্যান্স। চালক বের হতে পারলেও, বের হতে পারেননি রোগী। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর।
কী হয়েছিল?
আজ দুপুর দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল রেজিনগর থানার শক্তিপুর গঙ্গার ঘাট। জানা গিয়েছে, ওই এলাকার মানুষজনের বেলডাঙায় আসার একটি মাত্র মাধ্যমই হল এই ফেরিঘাট। আজ দুপুরে রোগী সমেত একটি অ্যাম্বুল্যান্সকে নদী পারাপারের জন্য নৌকায় ওঠানো হচ্ছিল। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা থেকে উল্টে পড়ে যায় অ্যাম্বুল্যান্স।
এবার অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা রোগী বেরিয়ে আসতে পারেননি । মৃতের নাম সারথি মণ্ডল (৬০)। চিকিৎসার জন্যই তাঁকে অন্য পাড়ে নিয়ে আসা হচ্ছিল। তবে প্রাণে বেঁচে যান গাড়ির চালক। অ্যাম্বুল্যান্স জলে পড়তেই তিনি বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।
এদিকে প্রশ্ন উঠছে যোগাযোগ ব্যবস্থা নিয়ে। শক্তিপুর থেকে বেলডাঙা আসার জন্য সড়কপথ রয়েছে। কিন্তু দীর্ঘ প্রায় তিরিশ কিলোমিটার ঘুর পথে সেখানে আসতে হয়। এবার বেলডাঙা স্বাস্থকেন্দ্রে নিয়ে যেতে হলে তৎক্ষণাত রোগীর পরিবার চেষ্টা করেন যাতে নৌকায় নিয়ে যাওয়া যায়। কারণ নৌকা পারাপার করলেই খুব সহজে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানো যায়।
স্থানীয় এক এলাকাবাসী বলেন, “আজকে দুপুর দুটো নাগাদ একটি অ্যাম্বুল্যান্সকে নৌকায় ওঠানো হয়। গাড়ির ভিতরে রোগী ছিলেন। ওনার সঙ্গে আরও তিনজন ছিলেন। তারা বাইরে ছিলেন। এবার চালক যখন গাড়ি চালানো শুরু করেন নৌকায় ওঠানোর জন্য সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সটান পড়ে যায় জলে। তারপরই মৃত্যু হয় ওই মহিলা।”
আরও পড়ুন: Katwa: মুখ্যমন্ত্রীর দেওয়া ট্যাবে দিনরাত মজে ছেলে, বাবা-মার বকুনিতে নিল চরম পদক্ষেপ!
আরও পড়ুন: South 24 pargana: খাঁচা পেতে বাঘ ধরার চেষ্টা ব্যর্থ! এবার আসরে নামল দমকল