South 24 pargana: খাঁচা পেতে বাঘ ধরার চেষ্টা ব্যর্থ! এবার আসরে নামল দমকল
Sundarban: তবে এতে কতটা কাজ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
সুন্দরবন: বাঘে মানুষে টানাটানি। কিছুতেই খাঁচাবন্দি নয় ডোরাকাটা। এবার ড্রোনের সাহায্যে চলছে বাঘ খোঁজার চেষ্টা। কাল ট্রাপ ক্যামেরা বসাবে বনদফতর।
বন দফতরের নতুন পরিকল্পনা কী? বাঘকে ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডে পটাকা ফাটানো হয়েছে। বাজানো হয়েছে ঢাক-ঢোল। তাতেও কোনও কাজ হয়নি। এবার বাঘ ধরতে অভিনব উদ্যোগ। আসরে নামল দমকল। অভিনব কৌশল দমকলের। জঙ্গল ভেজাবে দমকল।
কী বলছেন বাঘ বিশেষজ্ঞ নীলাঞ্জন বিশ্বাস? “ড্রোন ক্যামেরা ব্যবহার করে বাঘ ধরতে পারলে খুব ভালো। তবে সুন্দরবনে যেভাবে ঘন জঙ্গল রয়েছে। সেক্ষেত্রে বাঘ যদি ঝোপঝাড়ের ভিতর বসে থাকে সেখানে ড্রোন ক্যামেরা ঘোরানো খুব কঠীণ। তবে ট্রাপ ক্যামেরাতে বাঘের ছবি ধরা পড়লে বোঝা যাবে তার অবয়ব কেমন। আর দমকলের ক্ষেত্রে কতটা সফলতা আসবে বোঝা যাচ্ছেনা। জল ছেটালেই যে সুন্দরবনের বাঘ বাইরে চলে আসবে সে ক্ষেত্রে কিন্তু সন্দেহ রয়েছে। তবে জলের শরীরে জল পড়লে অনেকটাই ঠাণ্ডা হয়ে যাবে।”
আজ দুপুরে শেখ পাড়া, আদিবাসী পাড়ায় জাল দিয়ে ফাঁদ তৈরি করেছেন বনকর্মীরা। সেই জাল ছিঁড়ে পালানোর চেষ্টাও করেছে বাঘ। এবার বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে ঘেরাটোপ আরও ছোট করে নিয়ে আসা হচ্ছে। শেষ খবর পাওয়া অনুযায়ী এই মুহুর্তে চল্লিশ বাই পঞ্চাশ ফুটে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ওই ঘেরা টোপের মধ্যে যে দু’টি খাঁচা ছিল সেই খাঁচা দুটিকে বের করে নিয়ে আসা হয়েছে। বনকর্মীরা জানাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এই ঘেরাটোপের মধ্যে বাজি অথবা পটকা ফাটানো হবে। সেই আওয়াজে ভয় পেয়ে বাঘটি যখন ভয় পেয়ে দৌড়াদৌড়ি করবে তখনই শার্প শুট্যাররা তাঁদের বন্দুক দিয়ে ঘুমপাড়ানি গুলি ছুঁড়বে বাঘকে লক্ষ্য করে। আর যদি লক্ষ্যভ্রষ্ট হয় বাঘ এই জাল টপকে ফের বেরিয়ে যেতে পারে। পুরো প্রক্রিয়া শুরু হয়েছে গিয়েছে। দুর্ঘটনা এড়াতে গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, “আমরা রবার নেট, প্লাস্টিক নেটের সিস্টেম করছি। কারণ বাঘের কাছে আয়রনের কিছু রাখা যাবে না। বাঘের মাথায় গায়ে লেগে ছঁড়ে যেকে পারে। প্রথমে তাই রবার নেট ও পরে প্লাস্টিক নেট দিয়ে সুন্দরবনের বাফার জো়ন ঘিরছি।”
এদিকে, সকালেই মিলেছে বাঘের নখের আঁচড়ের দাগ। আর তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে শেখ পাড়া ও আদিবাসী পাড়ার আশেপাশেই রয়েছে ওই বাঘ। কিন্তু, সেই বাঘের দেখা কোথায়! রাতভর পাহারা দিয়েও খাঁচায় পোরা যায়নি তাকে। যদিও, বনদফতরের কর্মীরা জানিয়েছেন, খাঁচার পরিধি ছোট করে আনা হচ্ছে। গ্রামবাসীদেরও সরিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Royal Bengal Tiger: সকাল সকাল মিলল নখের আঁচড়ের দাগ, ‘পাঁকাল’ বাঘকে ধরতে ছোট করা হচ্ছে খাঁচার পরিধি