Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে সজোরে ধাক্কা চার চাকার, শিক্ষানবিশ চালকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির

New Garia: পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে সজোরে ধাক্কা চার চাকার, শিক্ষানবিশ চালকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির
দুর্ঘটনায় মৃত ব্যক্তি সুনীল কুমার ঘোড়ুই (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 6:34 PM

নিউ গড়িয়া: গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি। নতুন চালকের গাড়ির চাকায় পিষে মৃত্যু হল একজনের। দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।

মৃতের নাম সুনীল কুমার ঘড়ুই (৫৫)। তিনি পঞ্চসায়র থানার অন্তর্গত নিউ গড়িয়া সমবায় আবাসনের বাসিন্দা। আজ সকালে বাজার করতে বেরোন সুনীলবাবু। বাজার শেষে নিজের স্কুটি নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় ওই চার চাকার গাড়িটি এসে সোজা ধাক্কা মারে তাঁকে। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে যায় ওই পৌঢ়। এলাকার লোকজন আর দেরি না করে সঙ্গে-সঙ্গে তাঁকে পিয়ারলেস হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পরও কিছুক্ষণ বেঁচে ছিলেন তিনি। কিন্তু তারপর আর ধরে রাখা যায়নি তাঁকে। মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটির মালিক মোহনলাল নামে এক ব্যক্তি। তিনি গাড়ি চালানো শিখছিলেন তাঁর চালককে সঙ্গে নিয়ে। এবার নিয়ন্ত্রণে রাখতে না পেরে সুনীল বাবুর স্কুটির পিছনে ধাক্কা মারে। এই ধাক্কার ফলেই দুর্ঘটনা ঘটে।ইতিমধ্যে পুলিশ ঘাতক গাড়ি ও মালিক মোহনলাল ঘোষ কে আটক করেছে। যদিও গাড়ির ড্রাইভার পলাতক। ঘটনার তদন্তে পঞ্চসায়র থানার পুলিশ ।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আজ সকাল নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আবাসনেরই একটি বাজারে গিয়েছিলেন বাজার করতে। ফেরার সময় পিছন দিক থেকে একটি চারচাকা গাড়ি এসে ধাক্কা মারে।তখনি ভদ্রলোক ছিটকে গিয়ে গাড়ি থেকে পড়ে যান। গাছেন সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। যেহেতু গাড়িতে গতি ছিল সেই কারণে পড়ে যেতেই মাথায় গিয়ে ব্যথা লাগে। আমার দেখা মাত্রই ওনাকে উদ্ধার করি। পাশাপাশি পুলিশকে খবর দিই। এরপর থানা থেকে জানানো হয় যে পিয়ারলেস হাসপাতালে ওনাকে ভর্তি করার জন্য। রিক্সা করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত তখনও বন্ধ হয়নি ও নার রক্তপাত। চিকিৎসক চটজলদি ভর্তি করে নেন ওনাকে। তখনও বেঁচে ছিলেন। পরে মিনিট পাঁচেক পর চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে ভদ্রলোকের। এদিকে, যে গাড়িটি ধাক্কা মারে সেই ঘাড়িটিতে চালক এবং গাড়ির মালিক দুজনই উপস্থিত ছিলেন। আমরা প্রাথমিক ভাবে মনে করছি যে গাড়ির মালিক গাড়ি চালানো শিখছিলেন। সেখান থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন।”

আরও পড়ুন: Katwa: মুখ্যমন্ত্রীর দেওয়া ট্যাবে দিনরাত মজে ছেলে, বাবা-মার বকুনিতে নিল চরম পদক্ষেপ!

আরও পড়ুন: Ambulance fell in Ganga: নৌকা পারাপারের সময় বিপত্তি! রোগী নিয়ে গঙ্গায় তলিয়ে গেল অ্যাম্বুলেন্স