Bomb Blast: বল ভেবে খেলতে গিয়ে কেঁপে উঠল এলাকা, গুরুতর আহত একই পরিবারের ৩ শিশু!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 22, 2022 | 3:59 PM

Murshidabad: বাড়ির পাশের মাঠে খেলছিল শিশুগুলি। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা।

Bomb Blast: বল ভেবে খেলতে গিয়ে কেঁপে উঠল এলাকা, গুরুতর আহত একই পরিবারের ৩ শিশু!
বোমা ফেটে জখম তিন শিশু (নিজস্ব ছবি)

Follow Us

মুর্শিদাবাদ: কয়েকদিন আগে বেলডাঙায় বোমা ফেটে মৃত্যু হয় এক যুবকের। ঘটনার চার দিন পর ফের বোমা ফাটার খবর সামনে এল। দুর্ঘটনায় জখম তিন নাবালক। এদের প্রত্যেককে হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, আহতদের মধ্যে একজন মামুন আলি। তার বয়স এগারো বছরের কাছাকাছি। অন্যজন হল আসিফ শেখ ও আরও এক শিশু। ঘটনাটি মুর্শিদাবাদ বহরমপুর থানার অন্তর্গত টিকটিকি পাড়া এলাকার। আজ সকাল দশটা নাগাদ বাড়ির পাশের মাঠে খেলছিল ওই চারজন শিশু। মাঠে পড়ে থাকা ইঁটের কাছেই ওই বোমাগুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। বল ভেবে খেলতে গিয়েই ফেটে যায় বোমাগুলি। ঘটনায় তিনজন আহত হলেও একজনের কিছু হয়নি। বোমা ফাটার আওয়াজে ছুটে আসেন এলাকাবাসী। সঙ্গে-সঙ্গে নাবালকদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বাচ্চাগুলির মধ্যে গুরুতর আহত হয়েছে একজন।

তবে ওই এলাকায় কারা বোমা রেখেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরই এলাকায় পৌঁছেছে বহরমপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে তারা।

অন্যদিকে এই ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহল। সাংবাদিক বৈঠকে কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেন, “অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। সারা পশ্চিমবঙ্গ এখন বোমা-বারুদের স্তুপের উপরে বসে রয়েছে। ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ। কয়েকদিন আগে গোয়ালতোড়ে, কখনও বেলদায় জেলার একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ ঘটেছে। বোমা বানাতে-বানাতেই এই বিস্ফোরণ হয়েছে। এইগুলো আসলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের প্রস্তুতি। এতে সাধারণ মানুষের জীবনে অনিশ্চয়তা নেমে আসছে। আগামীদিনে আরও নামবে। পুরোপুরি গুণ্ডারাজ কায়েম হতে চলেছে বাংলায়।”

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙার রামেশ্বরপুর গ্রামে বোমা ফেটে মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম ইয়াসুদ্দিন শেখ ওরফে ছাদি শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, বাগানের একটি পাম্পের ঘরে আচমকাই বিস্ফোরণ হয়। সেই সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। শব্দের উৎস খুঁজতে স্থানীয়রা ছুটে যান সেখানে। তাঁরা দেখেন, বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়েছে ঘরের দেওয়াল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে এক যুবক। বিস্ফোরণে তাঁর ডান হাত উড়ে গিয়েছে। মাথার একাংশ খুবলে বেরিয়ে গিয়েছে। ভয়নাক দৃশ্য দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই যুবক বোমা বাঁধছিল। বোমা ফেটেই মৃত্যু হয়েছে তার।

 

Next Article