Traffic Police: মর্মান্তিক পথ দুর্ঘটনা জাতীয় সড়কে! ট্রাফিক পুলিশকেই পিষে দিল ট্রাক
Traffic Police: মৃত পুলিশ কর্মীর নাম রাজ কুমার কর্মকার। তিনি জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘী ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ ছিলেন বলেও জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘী থানার বিশাল পুলিশ বাহিনী।

সাগরদিঘি: সামলাচ্ছিলেন ট্র্যাফিক। কিন্তু কে জানত তাঁর জন্যই অপেক্ষা করে আছে বড় বিপদ। লরির ধাক্কায় প্রাণটাই চলে গেল খোদ ট্র্যাফিক পুলিশের ওসির। সাগরদিঘিতে জাতীয় সড়কের উপর ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার শেখদিঘী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
মৃত পুলিশ কর্মীর নাম রাজ কুমার কর্মকার। তিনি জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘী ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ ছিলেন বলেও জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘী থানার বিশাল পুলিশ বাহিনী। খবর চাউর হতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকাতেও। মুহূর্তেই প্রচুর মানুষের জমায়েত হয়।
দুর্ঘটনার পরেই দ্রুত ওই পুলিশ কর্মীকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, গোলযোগ কোথায় ছিল তা খতিয়ে দেখছে সাগরদিঘি থানার পুলিশ। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক। ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতের পরিবারে।
