Panchayat Elections 2023: পিস্তল উঁচিয়ে গ্রামের রাস্তায় ছুটছে পুলিশ, রানিনগরে মুহূর্তে ছত্রখান বন্দুকধারী দুষ্কৃতীরা

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jul 08, 2023 | 12:06 PM

West Bengal Panchayat Polls: এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল এলাকা। বেলা যত বাড়ে, পারদ আরও চড়েছে। তবে পুলিশ জানিয়েছে, ভোটদানে কোনও ব্যাঘাত ঘটেনি। ভোটার, ভোটকর্মী, এজেন্ট, সকলের নিরাপত্তার দিকে সবসময় নজর রয়েছে।

Panchayat Elections 2023: পিস্তল উঁচিয়ে গ্রামের রাস্তায় ছুটছে পুলিশ, রানিনগরে মুহূর্তে ছত্রখান বন্দুকধারী দুষ্কৃতীরা
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল রানিনগরে। মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে এলাকায়। অভিযোগ, লাঠি, রড, অস্ত্র নিয়ে এলাকায় জমায়েত করে দুষ্কৃতীরা। দেদার সকেট বোমা পড়তে থাকে এলাকায়। পাল্টা পুলিশ, কেন্দ্রীয় বাহিনীও ধেয়ে যায় দুষ্কৃতীদের দিকে। পিস্তল উঁচিয়ে এগিয়ে যান এক পুলিশ আধিকারিক।

অভিযোগ ওঠে, ব্যাগে বোমা ভর্তি করে নিয়ে গ্রামের মধ্যে দিয়ে ছুটছিল দুষ্কৃতীরা। গ্রামের মাঠে, রাস্তাঘাটে এদিক ওদিক সকেট বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। যেদিকেই দুষ্কৃতীদের ভিড় দেখা গিয়েছে, পিস্তল নিয়ে ছুটেছে পুলিশ। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী।

এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল এলাকা। বেলা যত বাড়ে, পারদ আরও চড়েছে। তবে পুলিশ জানিয়েছে, ভোটদানে কোনও ব্যাঘাত ঘটেনি। ভোটার, ভোটকর্মী, এজেন্ট, সকলের নিরাপত্তার দিকে সবসময় নজর রয়েছে। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে।

এদিন সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় উত্তেজনার খবর পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে এ জেলা থেকেই। খড়গ্রাম, রানিনগর, বেলডাঙায় ভোটের দিনও অশান্তির অভিযোগ। ডোমকলের রানিনগরেও একই ছবি। ডোমকল ব্লকের মধুরকুল গ্রামপঞ্চায়েতের ১১২ নম্বর বুথেও এদিন গোলমাল হয়। ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধও থাকে। প্রিসাইডিং অফিসার-সহ ভিতর থেকে সকলে বেরিয়ে আসেন।

সরাসরি পঞ্চায়েত ভোটের সব খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

Next Article