AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: ‘ওয়াকফ নিয়ে আমরা কিছুই করিনি?’,বলেই স্পষ্ট করলেন মমতা

Murshidabad: এ দিন, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির কথা বলেন। তখনই তাঁকে বলতে শোনা যায়, "আমি জগন্নাথ ধামও যেমন করি, আমি তেমন মুসলিম বেড়িয়াল গ্রাউন্ডেও কবরস্থান করি। পুরহিতদের পাশাপাশি মোয়াজ্জেমদের ভাতা দিই। আমি লোকশিল্পীদেরও দিই। কাজেই একাজ আমরা করেছি,করব। কিছু কিছু কথা সংখ্যালঘুদের বিভ্রান্ত করছে। ওয়াকফ নিয়ে আমরা নাকি কিছু করিনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।" 

CM Mamata Banerjee: 'ওয়াকফ নিয়ে আমরা কিছুই করিনি?',বলেই স্পষ্ট করলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 04, 2025 | 5:22 PM
Share

মুর্শিদাবাদ: ‘ধর্মসংস্থান রক্ষা করব…’, ‘বাংলার সম্প্রীতি বজায় রাখব’। মুর্শিদাবাদে গিয়ে আদ্যোপান্ত এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কিছু মানুষ ওয়াকফ আইন নিয়ে ভুল বোঝাচ্ছেন। রাজ্য সরকার নাকি এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ করেছেন। আর একদম ধরে ধরে মমতা বোঝালেন তিনি ওয়াকফ নিয়ে কী করেছেন।

এ দিন, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির কথা বলেন। তখনই তাঁকে বলতে শোনা যায়, “আমি জগন্নাথ ধামও যেমন করি, আমি তেমন মুসলিম বেড়িয়াল গ্রাউন্ডেও কবরস্থান করি। পুরহিতদের পাশাপাশি মোয়াজ্জেমদের ভাতা দিই। আমি লোকশিল্পীদেরও দিই। কাজেই একাজ আমরা করেছি,করব। কিছু কিছু কথা সংখ্যালঘুদের বিভ্রান্ত করছে। ওয়াকফ নিয়ে আমরা নাকি কিছু করিনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।”

এরপর বিস্তারিত তিনি বলেন, “আমরা বিধানসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আইন পাশ করেছিলাম। জোর করে সম্পত্তি কাড়া যাবে না। দুই, ৮২ হাজার ওয়াকফ সম্পত্তি আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল। আমরা করি। তবে নতুন যে পোর্টাল করেছি, এখন যে পোর্টাল করেছি সেটা WMC পোর্টাল। এবং UMWD এর পার্থক্য হল আপলোড প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে। আগে আপলোড করত ওয়াকফ বোর্ড। এখন আপলোড করত মতুয়ালিরা। এরা কাদের লোক? কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি। মতুয়ালিরা আপলোড করবে, করে রাজ্যের ওয়াকফ বোর্ডকে দেবে। তাই নিশ্চিন্তে থাকুন। কারও সম্পত্তি কেউ দখল করবে না। কারও কথায় কান দেবেন না। যা বলছি এখানে দাঁড়িয়ে বলছি। আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব।”

মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন এও জানিয়ে দিয়েছেন, তিনি এখনও ফর্ম ফিলাপ করেননি। যতদিন না পুরো রাজ্যবাসী পুরো ফর্ম ফিলাপ করবেন ততদিন তিনিও করবেন না। আজ মুর্শিদাবাদে গিয়ে সেই বিষয়টিই আরও একবার উল্লেখ করলেন মমতা।