Yusuf Pathan VIDEO: ভোট শুরুর প্রথম পাঁচ ঘণ্টা লুকিয়ে রাখতে পেরেছিলেন, ইউসুফের সঙ্গে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, এজেন্টরা ফেঁসে গেলেন কেলেঙ্কারিতে!

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 13, 2024 | 12:25 PM

Yusuf Pathan: মোবাইল যে সঙ্গে রয়েছে, প্রথম পাঁচ ঘণ্টা তা লুকিয়েই রাখতে পেরেছিলেন এজেন্টরা। ততক্ষণে বিষয়টি নজরেই পড়েনি কারোর। বুথের বাইরেই ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ছিলেন প্রিসাইডিং অফিসার-সকলেই।

Follow Us

বহরমপুর: বহরমপুরে বুথের ভিতর মোবাইল নিয়ে বসেছিলেন বুথ এজেন্ট। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট। মোবাইল যে সঙ্গে রয়েছে, প্রথম পাঁচ ঘণ্টা তা লুকিয়েই রাখতে পেরেছিলেন এজেন্টরা। ততক্ষণে বিষয়টি নজরেই পড়েনি কারোর। বুথের বাইরেই ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ছিলেন প্রিসাইডিং অফিসার-সকলেই। ভোট চলছে একদিকে, আর তখন ভোট কেমন চলছে, তা দেখতে বুথে ঢুকেছিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ইউসুফকে দেখা মাত্রই উচ্ছ্বসিত হয়ে পড়েন এজেন্টরা। তখন প্রত্যেকেই পকেট থেকে বেরিয়ে পড়ে মোবাইল। ইউসুফের সঙ্গে তুলতে শুরু করেন সেলফি। আর তখনই প্রকাশ্যে চলে আসে সবটা। রেজিনগর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ নম্বর বুথের ঘটনা।

সেলফি তোলার হিড়িক দেখা যায় ওই বুথের সঙ্গে। কেবল তৃণমূল কর্মীরাই নন, কংগ্রেসের কর্মীরাও তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফের সঙ্গে সেলফি তুলতে থাকেন।  সামনেই দাঁড়িয়ে ছিলেন ভোটাররা। তাঁরাও দৃশ্য দেখে তখন হতবাক। খবর পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর কাছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঢুকে এজেন্টদের কাছ থেকে মোবাইল কেড়ে নেন। কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হাত উঁচিয়ে মোবাইল দেখিয়েও নিশ্চিত করেন, আর কারোর কাছে কোনও ফোন নেই।

বহরমপুর: বহরমপুরে বুথের ভিতর মোবাইল নিয়ে বসেছিলেন বুথ এজেন্ট। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট। মোবাইল যে সঙ্গে রয়েছে, প্রথম পাঁচ ঘণ্টা তা লুকিয়েই রাখতে পেরেছিলেন এজেন্টরা। ততক্ষণে বিষয়টি নজরেই পড়েনি কারোর। বুথের বাইরেই ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ছিলেন প্রিসাইডিং অফিসার-সকলেই। ভোট চলছে একদিকে, আর তখন ভোট কেমন চলছে, তা দেখতে বুথে ঢুকেছিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ইউসুফকে দেখা মাত্রই উচ্ছ্বসিত হয়ে পড়েন এজেন্টরা। তখন প্রত্যেকেই পকেট থেকে বেরিয়ে পড়ে মোবাইল। ইউসুফের সঙ্গে তুলতে শুরু করেন সেলফি। আর তখনই প্রকাশ্যে চলে আসে সবটা। রেজিনগর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ নম্বর বুথের ঘটনা।

সেলফি তোলার হিড়িক দেখা যায় ওই বুথের সঙ্গে। কেবল তৃণমূল কর্মীরাই নন, কংগ্রেসের কর্মীরাও তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফের সঙ্গে সেলফি তুলতে থাকেন।  সামনেই দাঁড়িয়ে ছিলেন ভোটাররা। তাঁরাও দৃশ্য দেখে তখন হতবাক। খবর পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর কাছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঢুকে এজেন্টদের কাছ থেকে মোবাইল কেড়ে নেন। কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হাত উঁচিয়ে মোবাইল দেখিয়েও নিশ্চিত করেন, আর কারোর কাছে কোনও ফোন নেই।

Next Article
Adhir Chowdhury: ‘আমি জিতছিই’, ভোটের সকালে ইউসুফকে ফুৎকারে উড়িয়ে দিলেন আত্মবিশ্বাসী অধীর
Adhir Chowdhury: পুলিশের সঙ্গে বচসা, ‘অতগুলো গাড়ি কেন?’ বোঝালেন অধীর