AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘরের ভিতর মাটি খুঁড়তেই বেরিয়ে এল ১৭টি গোখরো

Nadia: একসঙ্গে এতগুলো সাপের বাচ্চা বেরিয়ে আসতে দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কে গ্রামের বাসিন্দারা।

ঘরের ভিতর মাটি খুঁড়তেই বেরিয়ে এল ১৭টি গোখরো
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 9:25 AM
Share

নদিয়া: গত কয়েকদিন ধরেই বিষাক্ত সাপের আনাগোনা নজরে পড়েছিল। বন দফতর না আসায় ঝুঁকি নিয়েই রাত কাটাতে হচ্ছিল পরিবারকে। অবশেষে গ্রামবাসীদের তৎপরতায় বের করে আনা হল সাপগুলিকে। পরপর ১৭টি বিষাক্ত গোখরো সাপ বেরিয়ে আসে ঘরের মাটি থেকে। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ গ্রামের ঘটনা।

জানা গিয়েছে, গত তিনদিন ধরে বন দফতরকে একাধিকবার ফোন করলেও ফোন ধরেনি কেউ। গত তিনদিন আগেই বিষাক্ত চারটি গোখরো সাপ লক্ষ্য করে পরিবারের লোকজন। তবুও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওই ঘরের মধ্যেই রাত কাটাচ্ছিল গোটা পরিবার। শুক্রবার সকালেও বন দফতরকে ফোন করলেও কোনও লাভ হয়নি। এরপর বনদফতর থেকে সাপগুলির ছবি তুলে পাঠাতে বলা হয়। বনদফতরের এই আচরণে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ।

আরও পড়ুন: কাল হল কোভিড! রথে নয়, ১৫ গাড়ির কনভয়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ

শুক্রবার সকালেই আবার ওই বিষাক্ত গোখরো সাপগুলিকে ঘরের মধ্যে দেখে ঘর ছাড়া হয় গোটা পরিবার। পরে কিছু গ্রামবাসীর সহযোগিতায় ওই ঘরের ভিতর মাটি খুঁড়েতেই এক এক করে বের হতে থাকে ১৭ টি গোখরো সাপের বাচ্চা। স্বাভাবিকভাবেই গ্রামে আতঙ্ক ছড়ায়। গ্রামের মানুষের অভিযোগ, বন দফতরের এমন উদাসীনতার কারণে ঘটে যেতে পারত দুর্ঘটনা।