Nadia Bombing: নদিয়ায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ
Nadia: এদিকে শনিবার রাতের এই ঘটনায় এলাকায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
নদিয়া : ফের উত্তপ্ত নদিয়া। উঠল বোমাবাজির অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতি তথা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে। শাসকদলের তরফে অভিযোগ করা হচ্ছে, বিরোধীদের আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। অন্যদিকে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিকে শনিবার রাতের এই ঘটনায় এলাকায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার তৃণমূল নেতা স্বপন দেবনাথের বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে। শাসক শিবিরের দাবি, তৃণমূল নেতার বাড়ির জানালা লক্ষ্য করে বোমা মারা হয়। বোমার অভিঘাতে জানালার কাঁচ ভেঙে যায়। ওই তৃণমূল নেতার বাড়ির নীচেই রয়েছে পোস্ট অফিস। বোমার আঘাতে পোস্ট অফিসের ব্যানারও ছিঁড়ে যায় বলে অভিযোগ।
ওই ঘটনার পর শাসক দলের তরফে খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে তড়িঘড়ি আসে নবদ্বীপ থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল শিবিরের অভিযোগ, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই বিরোধীরা বোমাবাজি করেছে। যদিও বিজেপির ওই এলাকার মণ্ডল সহ সভাপতি দিলীপ সরকারের পাল্টা অভিযোগ, তৃণমূল শিবিরের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, শনিবার রাতের এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে পঞ্চায়েত ভোট যখন এগিয়ে আসছে, এমন একটি পরিস্থিতিতে এই বোমাবাজির ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে। চলছে আক্রমণ, প্রতি আক্রমণের পালা। তৃণমূল দায় চাপাচ্ছে বিরোধী শিবিরের দিকে। আবার বিজেপি শিবির থেকে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বকেই উস্কে দেওয়া হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করে স্থানীয় থানার পুলিশকর্মীরা। কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের খোঁজ চালানো হচ্ছে। কী কারণে এই হামলা, তাও খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা।