রানাঘাট: জন্মের পর হাসপাতালে এক সপ্তাহে দুটি শিশু হস্তান্তরের অভিযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কেন, কিসের বিনিময়ে বারবার এই এই শিশু হস্তান্তরের ঘটনা ঘটছে? প্রশ্ন আমজনতার! খবর পেয়ে ঘটনাস্থলে চাইল্ড লাইনের (Child line) প্রতিনিধিরা। দুশ্চিন্তা বাড়ছে প্রশাসনের। যদিও পরে প্রশাসন এবং চাইল্ড লাইনের হস্তক্ষেপে মায়ের কোলেই ফিরিয়ে দেওয়া হল সন্তানকে।
সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে শিশু হস্তান্তরের অভিযোগ ঘটনা পুনরাবৃত্তি ঘটল রানাঘাট মহাকুমা হাসপাতালে। জানা যায়, দিন তিনেক আগে এক অন্তঃসত্ত্বা মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দেন রানাঘাট মহাকুমা হাসপাতালে। সূত্রের খবর, এরপর ওই সন্তানের মা তিনি তাঁর সদ্যোজাত শিশুকে হস্তান্তর করতে চলেছেন তাঁর এক নিকটবর্তী আত্মীয়ের কাছে। এই খবর জানতে পেরে ওই অঞ্চলের আশা কর্মী খবর দেন আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাসকে।
জানা যায়, ওই প্রসূতির আর্থিক অবস্থা সচ্ছল নয়। স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী। তাঁর দুটি পুত্র সন্তানও রয়েছে। তাঁদের মধ্যে একজনের বয়স ২৪ বছর। প্রথম সন্তানের সঙ্গে সদ্যজাতের বয়সের বড় তফাৎ হওয়ার কারণেই লোকলজ্জার ভয় পাচ্ছিলেন ওই মহিলা। এই কারণটি ছাড়াও পারিবারিক অবস্থার কথা ভেবেই তিনি তাঁর সদ্যজাতকে অন্য পরিবারের হাতে তুলে দিতে চাইছিলেন বলে খবর।
এই খবর জানাজানি হতেই আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাসের তৎপরতাতেই ওই শিশুটিকে উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়। ঘটনা প্রসঙ্গে হাসপাতাল সুপারকে প্রশ্ন করা হলে তিনি জানান এই ধরনের ঘটনা তার জানা নেই। তাঁর কথায়, “হাসপাতালে প্রতিদিন অনেক প্রসূতি ভর্তি হন। প্রতিদিন সঠিক শিশুকেই তার মায়ের হাতে তুলে দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে।” প্রসঙ্গত কয়েকদিন আগেই রানাঘাট মহাকুমা হাসপাতালে জন্মগ্রহনের পর সদ্যোজাতকে হস্তান্তরের অভিযোগ ওঠে। সেই খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে চাইল্ড লাইন। আবার এমন একটি ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয় রানাঘাট মহাকুমা হাসপাতাল চত্বরে। এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার আগেই চাইল্ড লাইন ও প্রশাসন আধিকারিকরা মায়ের কোলেই ফিরিয়ে দিলেন সদ্যোজাতকে। তবে বারবার এ ধরনের ঘটনার খবর মেলায় উদ্বেগ বেড়েছে নাগরিক মহলেও।